Virat Kohli

‘একদিনের ক্রিকেটে শতরান নেই সে আবার কোহলীকে নিয়ে বলছে’, ভনকে এক হাত পাকিস্তানের বাটের

ভনের কথা যুক্তিহীন বলেই মনে করেন প্রাক্তন পাক ক্রিকেটার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মে ২০২১ ১১:৪৬
Share:

কোহলীর সঙ্গে অন্য কারোর তুলনা করতেই রাজি নন বাট। ছবি: টুইটার থেকে

মাইকেল ভনের কথার কোনও দাম দিতে রাজি নন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সলমন বাট। বিরাট কোহলীর থেকে কেন উইলিয়ামসনকে ব্যাটসম্যান হিসেবে এগিয়ে রেখেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। কোহলীকে ভাল না বললে নাকি নেটমাধ্যমে লাইক পাওয়া যায় না। তাই ভাল বলা হয় বলেও দাবি ছিল ভনের।

Advertisement

কোহলীর সঙ্গে অন্য কারোর তুলনা করতেই রাজি নন বাট। তিনি বলেন, “কোহলী এমন একটা দেশে থাকে, যেখানে জনসংখ্যা প্রচুর। স্বাভাবিক ভাবেই ওর সমর্থক বেশি হবে। ওর পারফর্মান্সও খুব ভাল। আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি শতরান রয়েছে ওর। এই প্রজন্মের কোনও ক্রিকেটারের এই কৃতিত্ব নেই। ব্যাট হাতে ওর দাপট কতটা তা আইসিসি-র ক্রমতালিকা দেখলেও বোঝা যায়। ওর সঙ্গে উইলিয়ামসনের তুলনা কী করে হয় বুঝি না।”

ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যানের কথা পাত্তাই দিতে চান না সলমন। তিনি বলেন, “আর কে করছে ওদের তুলনা? ভন ইংল্যান্ডের ভাল অধিনায়ক ছিল। কিন্তু একদিনের ক্রিকেটে ওর কোনও শতরান নেই। ওপেনার হিসেবে শতরান না করলে তাকে বড় ব্যাটসম্যান বলা যায় না। ভন টেস্টেই ভাল। ওর কথা বলা স্বভাব, তাই বলে যায়। মানুষের অঢেল সময়, তাই সেই বিতর্ককে টেনে লম্বা করছে।”

Advertisement

উইলিয়ামসনকে এই মুহূর্তের অন্যতম সেরা ব্যাটসম্যান বলেই মনে করেন পাকিস্তানের প্রাক্তন ওপেনার। তিনি বলেন, “উইলিয়ামসন অন্যতম সেরা। অধিনায়ক হিসেবেও দুর্দান্ত। কিন্তু ভন অধিনায়কত্ব নিয়ে আলোচনা করেনি। কোহলী অন্য সকলের থেকে অনেক বেশি ধারাবাহিক। ভন কী বলেছে তা যুক্তিহীন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement