East-West Metro

ফেব্রুয়ারিতে আট দিন বন্ধ থাকবে মেট্রোর একাংশ, বিকল্প পরিষেবার জন্য বৈঠক বাস সংগঠনের সঙ্গে

আগামী ফেব্রুয়ারি মাসে ১৩-১৬ এবং ২২-২৫ তারিখ দু’ধাপে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে। আপাতত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান এবং শিয়ালদহ থেকে বিধাননগর পর্যন্ত চলাচল করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২২:৫৬
Share:

—ফাইল ছবি।

আগামী ফেব্রুয়ারি মাসে আট দিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। সেই দিনগুলিতে সাধারণ মানুষের পরিবহণ পরিষেবা স্বাভাবিক রাখতে বেসরকারি বাসমালিকদের সংগঠনের সঙ্গে বৈঠক করল পরিবহণ দফতর। বুধবার পরিবহণ ভবনে আয়োজিত এই বৈঠকে বেসরকারি বাস মালিকদের মেট্রো বন্ধ থাকার কথা জানানো হয়েছে। সঙ্গে তাদের কাছে ওই দিনগুলিতে অতিরিক্ত বাস চালিয়ে পরিবহণ পরিষেবা স্বাভাবিক রাখার আবেদনও জানানো হয়েছে।

Advertisement

পরিবহণ দফতর সূত্রে খবর, আগামী ফেব্রুয়ারি মাসে ১৩-১৬ এবং ২২-২৫ তারিখ দু’ধাপে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে। আপাতত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান এবং শিয়ালদহ থেকে বিধাননগর পর্যন্ত চলাচল করে। কিন্তু মেট্রো কর্তৃপক্ষ শিয়ালদহ ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মধ্যেও মেট্রো চালিয়ে বিধাননগর থেকে অল্প সময়ের ব্যবধানে হাওড়া ময়দান থেকে যাতায়াতের সুবিধা দিতে চান শহরবাসীকে। তাই এই দু’টি পৃথক লাইন জুড়তে কয়েক ধাপে মেট্রো পরিষেবা বন্ধ রেখে কাজ করতে হবে। যদিও মেট্রো কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেননি। তবে ফেব্রুয়ারি মাসে যে দু’ধাপে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা যে বন্ধ থাকবে, সে বিষয়ে নিশ্চিত পরিবহণ দফতরের শীর্ষ আধিকারিকরা। তাই বিকল্প পরিবহণ পরিষেবা দিতেই বেসরকারি বাসমালিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পরিবহণ সচিব সৌমিত্র মোহন।

অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির নেতা রাহুল চট্টোপাধ্যায় বলেন, ‘‘নতুন বাস কিনে পরিষেবা বাড়ানো সম্ভব নয়। সে কথা আমরা জানিয়ে দিয়েছি। আমরা যেটুকু করতে পারব, তা হল বাসের ট্রিপ সংখ্যা বাড়াতে পারব। ওই সময় হাওড়া ময়দান ও সল্টলেকে আমাদের প্রতিনিধিরা থাকবেন। তারা পরিবহণ দফতরের সঙ্গে কথা বলে সমন্বয় রাখবেন।’’ বেঙ্গল বাস সিন্ডিকেটের নেতা সুরজিৎ সাহা বলেন, ‘‘পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরাও আমাদের শর্তের কথা জানিয়েছি পরিবহণ দফতরকে। হয়তো বাসের সংখ্যা আমরা বাড়াতে পারব না, কিন্তু যাতে যাত্রীদের অসুবিধা না হয়, বাসের ট্রিপ বাড়িয়ে পরিষেবা দিতে পারব।’’

Advertisement

পরিবহণ দফতরের একটি সূত্র জানাচ্ছে, ফেব্রুয়ারি মাসে মোট আট দিন পরিষেবা বন্ধ রাখার পর, আবারও ইস্ট-ওয়েস্ট মেট্রোর লাইন জুড়তে পরে আরও চার সপ্তাহ মেট্রো বন্ধ রাখার কথাও শোনা যাচ্ছে। তবে সে বিষয়ে নিশ্চিত বার্তা পেলে পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপ করবে পরিবহণ দফতর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement