বাসু পরঞ্জপ ফাইল চিত্র
সুনীল গাওস্কর, দিলীপ বেঙ্গসরকরদের ছোটবেলার কোচ বাসু পরঞ্জপ প্রয়াত। সোমবার ৮২ বছর বয়সে প্রয়াত হন তিনি। ১৯৫৬ থেকে ১৯৭০ পর্যন্ত মুম্বই ও বডোদরার হয়ে ২৯টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন তিনি।
খেলা ছাড়ার পর কোচিং করাতে শুরু করেন। সেই সময়েই একে একে তারকা তৈরি করেছেন তিনি। রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, রোহিত শর্মারাও প্রশিক্ষণ পেয়েছেন তাঁর কাছ থেকে। জুনিয়র ক্রিকেটারদের শিবিরে বিনোদ কাম্বলি, সৌরভ গঙ্গোপাধ্যায়দের কোচ ছিলেন তিনি।
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও কোচিং করিয়েছেন বাসু। খেলোয়াড় জীবনে মুম্বইয়ের স্থানীয় ক্রিকেটে অন্যতম শক্তিশালী ক্লাব দাদর ইউনিয়নের হয়ে খেলতেন। তাঁর মৃত্যুতে নেটমাধ্যমে শোক প্রকাশ করেছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। শোকবার্তায় বাসুর পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।
গাওস্করের সঙ্গে বাসু পরঞ্জপ টুইটার