কপিল পারমার। ছবি: রয়টার্স।
প্যারালিম্পিক্স থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৫টি পদক ভারতের। জুডোতে ব্রোঞ্জ পেলেন কপিল পারমার। ভারতকে ২৫তম পদক এনে দিলেন তিনি। এই প্রথম বার প্যারালিম্পিক্সে জুডোয় পদক পেল ভারত।
২০১৯ সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন পারমার। ২০২২ সালের এশিয়ান গেমসে পেয়েছিলেন রুপো। ২০২৩ সালে বিশ্বকাপে ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি। এ বার প্যারালিম্পিক্সে দেশকে ব্রোঞ্জ এনে দিলেন পারমার।
পারমারের জন্ম মধ্যপ্রদেশের সেহোরে। তবে লখনউয়ে কোচ মুনাওয়ার আনজার আলির কাছে জুডো শিখেছেন তিনি। ৬০ কেজি বিভাগে লড়েন তিনি। ব্রোঞ্জ মেডেলের লড়াইয়ে ব্রাজিলের এলিলটন দি অলিভিয়েরাকে ১০-০ স্কোরে হারিয়ে দেন পারমার।
ভারত এখনও পর্যন্ত প্যারালিম্পিক্সে পাঁচটি সোনা, ন’টি রুপো এবং ১১টি ব্রোঞ্জ জিতেছে। পদক তালিকায় ১৪ নম্বরে রয়েছে ভারত। জুডো ছাড়াও তিরন্দাজি থেকে এসেছে দু’টি পদক। অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্ট থেকে সব মিলিয়ে এসেছে ১৩টি পদক, ব্যাডমিন্টন থেকে পাঁচটি এবং শুটিং থেকে চারটি।