পাকিস্তান ক্রিকেট দল। —ফাইল চিত্র।
পদত্যাগ করলেন শাবির আহমেদ। পাকিস্তানের প্রাক্তন পেসার ঘরোয়া ক্রিকেটে কোচ ছিলেন। কিন্তু শাবিরের অভিযোগ পাকিস্তানের ক্রিকেটে স্বজনপ্রীতি এবং পক্ষপাত রয়েছে। সেই কারণেই তিনি পদত্যাগ করলেন।
শাবির দেরা গাজি খান অঞ্চলের প্রধান কোচ ছিলেন। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “পাকিস্তানের ক্রিকেটে উন্নতি সম্ভব নয়। এখানে যোগ্যতার বিচারে ক্রিকেটার নেওয়া হয় না। আঞ্চলিক পর্যায়ের ক্রিকেটে স্বজনপোষণ হয়। পক্ষপাত করেন ক্রিকেট কর্তারা।”
বাংলাদেশের বিরুদ্ধে ০-২ ব্যবধানে হেরে যায় পাকিস্তান। তা নিয়ে একটুও অবাক নন শাবির। তিনি বলেন, “যে কোচেরা সত্যি কাজ করতে চান, তাঁরাও পারেন না। তাঁদের কাজ করতে দেওয়া হয় না।”
আইসিসির ক্রমতালিকায় পাকিস্তান এখন অষ্টম স্থানে। বুধবার যে ক্রমতালিকা প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে মাত্র ৭৬ পয়েন্ট পেয়েছে পাকিস্তান। ১৯৬৫ সালের পর এত কম পয়েন্টে কখনও নেমে যায়নি তারা। বাংলাদেশের বিরুদ্ধে ০-২ ব্যবধানে সিরিজ় হারের পরেই টেস্টের ক্রমতালিকায় অবনতি পাকিস্তানের।
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগে ষষ্ঠ স্থানে ছিল পাকিস্তান। প্রথম টেস্টে শান মাসুদেরা হেরে যান ১০ উইকেটে। দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে হেরে যান তাঁরা। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ এক সময় ২৬ রানে ৬ উইকেট হারিয়েছিল। সেখান থেকে লিটন দাসের শতরানে ভর করে ম্যাচ জিতে নেয় তারা। সেই হারের পর ৭৬ পয়েন্টে নেমে গিয়েছে পাকিস্তান।