Ginger-Lemon Tea

খুকখুকে কাশি সারছেই না? গলা ব্যথায় কাতর? আরাম দেবে একটি জাদু পানীয়

সর্দি-কাশি, গলা ব্যথার সমস্যা দূর করতে এই পানীয়ের জুড়ি মেলা ভার। কী ভাবে বানাবেন? কখন খাবেন জেনে নিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ২০:৪৮
Share:

শুকনো কাশি সারাবে এই বিশেষ পানীয়, কী ভাবে বানাবেন জেনে নিন। ছবি: ফ্রিপিক।

সকালে উঠে লেবু জল খাওয়ার কথা তো অনেক শুনেছেন। কিন্তু এই লেবু জলের মধ্যেই যদি মিশিয়ে নেন আদা আর মধু, তাহলে যে তা স্বাস্থ্যের জন্য দ্বিগুণ উপকারী হতে পারে তা জানতেন কি? বিশেষ করে সর্দি-কাশি, গলা ব্যথার সমস্যা দূর করতে এই পানীয়ের জুড়ি মেলা ভার।

Advertisement

কী ভাবে বানাবেন এই পানীয়?

এক-দুই ইঞ্চি টাটকা আদা মূল থেঁতো করে নিন। দুই থেকে তিন কাপ গরম জলের মধ্যেসেটি মিশিয়ে দিন। এ বার একটি পাতিলেবুর অর্ধেকটা কেটে সেই রস জলে মিশিয়ে দিন। তাতে মধু দিয়ে ৫ মিনিট টানা নাড়তে থাকুন। কিছু ক্ষণ রেখে ছেঁকে নিন। প্রতি দিন এই জল সকালে খেলে সারা দিন শরীর তরতাজা থাকবে। তবে এটি ডিটক্স পানীয়ের মতো সারা দিন অল্প অল্প করে খেতে পারেন।

Advertisement

চিকিৎসকেরা বলেন, শুকনো কাশি, গলা ব্যথা সহজে সারে না। ওষুধ খেয়ে সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায় মাত্র, পুরোপুরি নির্মূল করা যায় না অনেক সময়েই। সে ক্ষেত্রে ঘরোয়া টোটকাই কাজে আসতে পারে। আদার রস, লেবুর রস, মধুর মিশ্রণ জিঙ্ক, ফসফরাস, ভিটামিন বি ৩ ও ৬, প্রোটিন ও ফাইবারে পরিপূর্ণ। এই পানীয়ের অ্যান্টিব্যাক্টেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আছে। গলার যে কোনও সংক্রমণ দূর করতেও সাহায্য করে এই পানীয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement