Jos Buttler

Jos Buttler: পরিবারকে যাওয়ার অনুমতি না দেওয়া হলে অ্যাশেজ থেকে নাম তোলার হুমকি ইংরেজ ক্রিকেটারের

জৈব বলয়ের জন্য ইতিমধ্যেই আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন বাটলার। তবে দুবাইয়ে যাবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৪:৫০
Share:

জস বাটলার। ফাইল ছবি

ফের জৈব বলয় নিয়ে সমস্যা। পরিবারকে সঙ্গে যাওয়ার অনুমতি না দেওয়া হলে অ্যাশেজ থেকে নাম তুলে নেওয়ার হুমকি দিলেন ইংল্যান্ডের সহ-অধিনায়ক জস বাটলার। তিনি চান, আগামী কয়েকদিনের মধ্যেই কোভিড সংক্রান্ত যাবতীয় নিয়ম-কানুন জানিয়ে দেওয়া হোক।

Advertisement

জৈব বলয়ের জন্য ইতিমধ্যেই আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন বাটলার। তবে দুবাইয়ে যাবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। তারপরেই অ্যাশেজ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা ইংল্যান্ডের।

তার আগে বাটলার বলেছেন, “আমার জন্য জৈব বলয় একটা সমস্যা তো বটেই। বিশ্বকাপ এবং অ্যাশেজে যদি ভাল খেলতে হয় তাহলে পরিবারকে চার-পাঁচ মাস ছেড়ে আমার পক্ষে সম্ভব হবে না। যত দ্রুত সম্ভব এ নিয়ে আরও তথ্যের অপেক্ষা করছি। আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যে এ ব্যাপারে আরও তথ্য পাওয়া যাবে।”

Advertisement

বাটলার আরও বলেছেন, “ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নিশ্চয়ই ক্রিকেটারদের সুবিধার্থে যেটা সব থেকে ভাল সিদ্ধান্ত সেটাই নেবে। উত্তর না থাকলে কোনও সিদ্ধান্তে পৌঁছনোই সম্ভব হয় না। আর কোভিড-কালে এমন অনেক প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর পাওয়া যায় না। জানি অনেক জিনি বদলানো যায় না। কিন্তু ক্রিকেটারদের সুবিধা যতটা থাকে ততটাই ভাল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement