Virat Kohli

IPL 2021: পর পর ম্যাচ জিতে বোলারদের প্রশংসা কোহলীর মুখে

ব্যাঙ্গালোরের পরের ম্যাচ রবিবার। পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৩:৫৮
Share:

বোলারদের পারফরম্যান্সে খুশি বিরাট কোহলী। —ফাইল চিত্র

প্রথম পাঁচ ওভারে ৫০-এর উপর রান করেছিল রাজস্থান রয়্যালস। সেখান থেকে মাত্র ১৪৯ রানে তাদের আটকে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বোলারদের এমন পারফরম্যান্সে খুশি বিরাট কোহলী

সাত উইকেটে ম্যাচ জেতে আরসিবি। কোহলী বলেন, “বল হাতে পর পর দুটো ম্যাচে ফিরে এসেছি আমরা। এটা দারুণ ব্যাপার। নিজেদের উপর থাকা এই চাপ সামলাতে পারা মানে আমরা ঠিক দিকে যাচ্ছি। দুটো ম্যাচেই পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে ৫৬ রান তোলে বিপক্ষ। কিন্তু পরের দিকে উইকেট নিয়ে ম্যাচে ফিরে আসি আমরা। আমরা জানতাম উইকেট নিলেই ম্যাচে ফিরে আসতে পারব।”

Advertisement

রাজস্থানের হয়ে ৩৭ বলে ৫৮ রান করেন এভিন লুইস। যশস্বী জয়সওয়াল ৩১ রান করেন। কোহলী বলেন, “লুইস বেশ কিছু ছয় মারে। কিন্তু আমাদের বোলাররা সাহস দেখিয়েছে। সেটার পুরস্কার আমরা পেয়েছি।” কেএস ভরত এবং গ্লেন ম্যাক্সওয়েল ৬৯ রানের জুটি গড়েন। কোহলী বলেন, “আমি এবং দেবদত্ত পাড়িকল ভাল শুরু করার চেষ্টা করেছি। সেটার উপর দাঁড়িয়ে ভরত এবং ম্যাক্সওয়েল জুটি গড়েছে। এটা দারুণ লাভ।”

ব্যাঙ্গালোরের পরের ম্যাচ রবিবার। পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement