ভারতকে হারানোই পাকিস্তানের প্রথম লক্ষ্য। —ফাইল চিত্র
টি২০ বিশ্বকাপে ভারতকে হারানোই পাকিস্তানের প্রথম লক্ষ্য। আর ভারতকে হারিয়ে প্রথম ম্যাচে জিতলেই বাবর আজমরা আত্মবিশ্বাসের তুঙ্গে পৌঁছে যাবে বলে মত মুদাস্সার নজরের। তবে রোহিত শর্মাকে ভয় পাচ্ছেন পাকিস্তানের এই প্রাক্তনী।
২৪ অক্টোবর ভারতের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান। বিশ্বকাপে সেটাই দুই দলের প্রথম ম্যাচ। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মুদাস্সার বলেন, “টি২০ ক্রিকেটে কোনও ব্যাটার যদি হঠাৎ বেশ কিছু রান করে দেয় বা কোনও বোলার কিছু উইকেট নিয়ে নেয়, সেটাই বড় পার্থক্য গড়ে দেয়। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের কোনও ক্রিকেটারকেই আহামরি লাগেনি।”
মুদাস্সারের মতে ছন্দে নেই কোহলী। তিনি বলেন, “যে কোহলী দু’-তিন বছর আগে প্রচুর রান করত সে একটাও শতরান করতে পারেনি। শতরানের পর শতরান করত কোহলী। কিন্তু এখন আর সেটা দেখা যায় না। কোহলীর থেকেও রোহিত বেশি ভয়ঙ্কর।”
বিশ্বকাপের মঞ্চে এখনও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে দিয়েছিল ভারত। মুদাস্সারের মতে টি২০ বিশ্বকাপে ভারত এগিয়ে থাকবে, তবে পাকিস্তান তাদের হারিয়ে দিতেই পারে। সংযুক্ত আরব আমিরশাহিতে বাবরের পাকিস্তান ইতিহাস গড়তে পারে বলে মনে করছেন মুদাস্সার। তিনি বলেন, “ভারত এগিয়ে। তবে পাকিস্তান যদি জিতে যায় তা হলে আত্মবিশ্বাস পেয়ে যাবে।”