জয়দীপ বলেন, ‘‘কোভিডের কারণে প্রায় দু’বছর খেলা বন্ধ থাকার পরে ফের তা শুরু হয়েছে। মেদিনীপুর রাইফেল অ্যাসোসিয়েশন ও আসানসোল রাইফেল অ্যাসোসিয়েশন ছাড়া সব অ্যাকাডেমি থেকেই প্রতিযোগীরা এসেছে। সব থেকে ভাল লাগছে প্রচুর নতুন শ্যুটার ও জয়ীদের পেয়েছি আমরা।’’
টুর্নামেন্টে সোনা, রুপো ও ব্রোঞ্জ জয়ীদের সঙ্গে জয়দীপ কর্মকার নিজস্ব চিত্র
শান্ত কর্মকার পিস্তল ওপেন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হল জয়দীপ কর্মকার শ্যুটিং অ্যাকাডেমি (জেকেএসএ)। ২৩ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত হাওড়ার শ্যুটিং স্পোর্টস ক্লাবে হল প্রতিযোগিতা। রাজ্যের এক মাত্র পিস্তল প্রতিযোগিতায় বিভিন্ন শ্যুটিং অ্যাকাডেমির প্রায় ৬৫ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন।
পাঁচ দিন ধরে টান টান প্রতিযোগিতার পরে সার্বিক বিচারে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে শেষ করে জয়দীপ কর্মকার শ্যুটিং অ্যাকাডেমি। ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে ধরমপুর রাইফেল অ্যাকাডেমি। তৃতীয় হয় হাওড়া রাইফেল অ্যাকাডেমি। তাদের পয়েন্ট ১৯। অভীক বিশ্বাস, সারিন কর, অর্জুন দাস, সায়ন দাস, সোহম খান ও প্রীতি ধর নিজের ইভেন্টে সোনা জিতেছেন।
সোনাজয়ীদের সঙ্গে জয়দীপ কর্মকার নিজস্ব চিত্র
জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার, ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের যুগ্মসচিব রীতেশ চক্রবর্তী প্রমুখ। যে ভাবে তরুণ প্রজন্মের মধ্যে শ্যুটিংয়ের প্রতি ভালবাসা দেখা যাচ্ছে তাতে অভিুভূত তাঁরা।
জয়দীপ বলেন, ‘‘কোভিডের কারণে প্রায় দু’বছর খেলা বন্ধ থাকার পরে ফের তা শুরু হয়েছে। মেদিনীপুর রাইফেল অ্যাসোসিয়েশন ও আসানসোল রাইফেল অ্যাসোসিয়েশন ছাড়া সব অ্যাকাডেমি থেকেই প্রতিযোগীরা এসেছে। সব থেকে ভাল লাগছে প্রচুর নতুন শ্যুটার ও জয়ীদের পেয়েছি আমরা।’’