Punjab Kings

প্রভসিমরনের শতরানেও বড় রান হল না পঞ্জাবের, দিল্লির জিততে দরকার ১৬৮

আইপিএলে শনিবার আরও একটি শতরান দেখতে পাওয়া গেল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শতরান করলেন পঞ্জাব কিংসের প্রভসিমরন সিংহ। ৬৫ বলে ১০৩ রানের ইনিংস খেললেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৩ ২১:১৫
Share:

শতরান করলেন পঞ্জাবের প্রভসিমরন। ছবি: আইপিএল

আইপিএলে শনিবার আরও একটি শতরান দেখতে পাওয়া গেল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শতরান করলেন পঞ্জাব কিংসের প্রভসিমরন সিংহ। ৬৫ বলে ১০৩ রানের ইনিংস খেললেন তিনি। তা সত্ত্বেও পঞ্জাবের রান বেশি দূর গেল না। মূলত বাকি ব্যাটারদের চরম ব্যর্থতার কারণেই।

Advertisement

এ দিন পঞ্জাবের ইনিংস আক্ষরিক অর্থের ‘ওয়ান ম্যান শো’। প্রভসিমরনের শতরানের পর দ্বিতীয় সর্বোচ্চ রান ২০! সেই রান করেছেন স্যাম কারেন। এ ছাড়া পঞ্জাবের বাকি আর কোনও ব্যাটার ভাল খেলতে পারেননি।

দিল্লির বোলারদের সামনে শুরু থেকেই নড়বড় করছিল পঞ্জাবের ব্যাটিং। অধিনায়ক শিখর ধাওয়ান ফেরেন দ্বিতীয় ওভারেই। ৫ বলে ৭ রান করে আউট হন ইশান্ত শর্মার বলে। লিয়াম লিভিংস্টোনকেও আউট করেন ইশান্ত। এগিয়ে গিয়ে মারতে গিয়েছিলেন লিভিংস্টোন। অফস্টাম্প উড়ে যায়।

Advertisement

পঞ্জাবের হয়ে এ মরসুমে ভাল খেলা জিতেশ শর্মাও ৫ রানের বেশি করতে পারেননি। প্রভসিমরনের সঙ্গে কিছুটা জুটি গড়ার চেষ্টা করেছিলেন কারেন। কিন্তু বেশি দূর যায়নি সেই জুটি। কারেনের ইনিংস ছিল খুবই ধীরগতির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement