Congress

ভারতের বিকৃত মানচিত্র বেলগাভির কংগ্রেস বৈঠকে রাখার অভিযোগ, কর্নাটকে রাজনৈতিক তরজা

অভিযোগ, কংগ্রেসের অধিবেশন উপলক্ষে কর্নাটকের বেলগাভিতে ভারতের মানচিত্র আঁকা যে ব্যানার ঝোলানো হয়েছে, তাতে ‘পাক অধিকৃত কাশ্মীর’ এবং ‘আকসাই চিন’ অনুপস্থিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৪:০৮
Share:

কর্নাটকের বেলগাভিতে কংগ্রেসের ব্যানারে এমনই মানচিত্র দেখা গিয়েছে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ছবি: সংগৃহীত।

ভারতের বিকৃত মানচিত্র। তা-ও আবার দেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যবাহী কংগ্রেসের সর্বভারতীয় অধিবেশনে! বৃহস্পতিবার কর্নাটকের বেলগাভিতে কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির দু’দিনের বৈঠক শুরুর ঠিক আগে এমনই অভিযোগ উঠল! বিজেপির দাবি, কংগ্রেসের অধিবেশন উপলক্ষে কর্নাটকের বেলগাভিতে ভারতের মানচিত্র আঁকা যে ব্যানার ঝোলানো হয়েছে, তাতে ‘পাক অধিকৃত কাশ্মীর’ এবং ‘আকসাই চিন’ অনুপস্থিত।

Advertisement

কর্নাটক বিজেপির তরফে এই অভিযোগ তুলে সমাজমাধ্যমে লেখা হয়েছে, ‘‘কাশ্মীরকে ‘পাকিস্তানের অংশ’ এবং আকসাই চিনকে ‘চিনের অংশ’ দেখিয়ে কংগ্রেস ভারতের সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করেছে।’’ বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদীর দাবি, বিশেষ জনগোষ্ঠীর ভোটব্যাঙ্ককে তুষ্ট করতেই পাক অধিকৃত কাশ্মীরকে ‘পাকিস্তানের অংশ’ দেখিয়েছে কংগ্রেস। তবে ইতিহাস বলছে, দেড় বছর আগে ভারতের বিকৃত মানচিত্র প্রকাশ করার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধেও। ২০২৩ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি একটি ভিডিয়োচিত্রে ভারতের মানচিত্র থেকে ‘বাদ পড়েছিল’ কাশ্মীর এবং লাদাখ!

প্রসঙ্গত, ১০০ বছর আগে, ১৯২৪ সালের ডিসেম্বরে মহাত্মা গান্ধীর সভাপতিত্বে বেলগাভিতে কংগ্রেসের অধিবেশন বসেছিল। সেটিই ছিল গান্ধীর সভাপতিত্বে কংগ্রেসের একমাত্র অধিবেশন। লোকসভা ভোটে হার এবং তার পরে মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা ভোটে বিপর্যয়ের পর ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে কংগ্রেস শাসিত কর্নাটকের বেলগাভিকে বেছে নিয়েছেন মল্লিকার্জুন খড়্গে, রাহুল গান্ধীরা। এর আগে ২০২২ সালের মে মাসে রাজনৈতিক রণকৌশল এবং লোকসভা ভোটে সমঝোতার দিশা খুঁজতে রাজস্থানের উদয়পুরে তৎকালীন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর নেতৃত্বে চিন্তন শিবির হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement