Entertainment News

‘নিষ্ঠুর সন্ত্রাসবাদী’ হয়ে উঠতে চাননি! কঠিন চরিত্রের জন্য কী করেছিলেন সুস্মিতার প্রাক্তন

তাঁর চরিত্রের নাম আসিফ ওয়ানি। নিষ্ঠুর ও নির্মম সিদ্ধান্ত নিতে হাত কাঁপে না তার। পর্দায় সেই চরিত্র নাকি সফল ভাবেই ফুটিয়ে তুলেছেন রোহমান। ইতিমধ্যেই দর্শকের প্রশংসা কুড়িয়েছে তাঁর অভিনয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৪:১৪
Share:
Sushmita Sen’s ex-boyfriend told that he was sceptical about playing the character in film Amaran

সন্ত্রাসবাদীর চরিত্রে রোহমান। ছবি: সংগৃহীত।

তাঁর প্রাথমিক পরিচয়, সুস্মিতা সেনের প্রাক্তন প্রেমিক। কিন্তু ক্রমশ বলিউডে নিজের জায়গা তৈরি করে নিচ্ছেন রোহমান শল। মডেলিং দিয়ে সফর শুরু করেছিলেন। তবে বর্তমানে তিনি মনোনিবেশ করেছেন অভিনয়ে। ২০২১-এ ‘আজ়াদি’ নামে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে প্রথম অভিনয় করেন রোহমান। কিন্তু সেই ছবি এখনও মুক্তি পায়নি। তবে সম্প্রতি তাঁর অভিনীত ‘আমরণ’ ছবি চর্চায়। ছবিতে এক সন্ত্রাসবাদীর চরিত্রে অভিনয় করেছেন রোহমান।

Advertisement

তাঁর চরিত্রের নাম আসিফ ওয়ানি। নিষ্ঠুর ও নির্মম সিদ্ধান্ত নিতে হাত কাঁপে না তার। পর্দায় সেই চরিত্র নাকি সফল ভাবেই ফুটিয়ে তুলেছেন রোহমান। ইতিমধ্যেই দর্শকের প্রশংসা কুড়িয়েছে তাঁর অভিনয়। কিন্তু সন্ত্রাসবাদীর চরিত্রে অভিনয় করবেন কি না, তা নিয়ে সংশয়ে ছিলেন কাশ্মীরি মডেল-অভিনেতা। সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার চরিত্র এবং এই ছবিটা যে মানুষ গ্রহণ করবে, তা আমি আশা করিনি। এই খলচরিত্রে অভিনয় করা নিয়ে আমি সংশয়ে ছিলাম। কিন্তু মানুষ সত্যিই পছন্দ করছে আমার চরিত্রকে। ছবিতে আমি খুবই নিষ্ঠুর। ওই চরিত্রের উপর তাই দর্শকের রাগ ও ঘৃণা হচ্ছে। খলচরিত্রে অভিনেতা তো এই ভাবেই সফল হয়। মানুষের প্রতিক্রিয়া ও উৎসাহই তো আমাদের কাছে সব।”

এই নিষ্ঠুর আতঙ্কবাদী হয়ে উঠতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল রোহমানকে। পরিচালক প্রথমে নাকি বলেছিলেন, রোহমান নাকি খুবই মিষ্টি। তাঁর মধ্যে নিষ্ঠুরতার অভাব রয়েছে। অভিনেতা বলেছেন, “পরিচালক বলেছিলেন, ‘রোহমান, তোমার চোখের মধ্যে আমি ব্যাপারটা দেখতে পাই ঠিকই কিন্তু তুমি খুবই মিষ্টি। খুবই ভদ্র দেখতে তোমাকে। তাই এ বার চুল লম্বা করা শুরু করো।’ আমি খুবই পরিশীলিত ভাবে চলাফেরা করি। কিন্তু পরিচালক চেয়েছিলেন, আমার হাঁটাচলার মধ্যেও যেন নির্মমতা ফুটে ওঠে।” উল্লেখ্য, ‘আমরণ’ ছবিতে রোহমান ছাড়াও রয়েছেন সাই পল্লবী, রাহুল বোস প্রমুখ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement