RCB vs KKR

ম্যাচের সেরা নারাইন নন, কোহলিদের হারানোর কারিগর হিসাবে অন্য সতীর্থকে বাছলেন শ্রেয়স

আইপিএলের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে দিল কলকাতা। ২২ বলে ৪৭ রান করে কেকেআরের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন সুনীল নারাইন। ম্যাচের পর নারাইনকে জয়ের আসল কারিগর হিসাবে বাছলেন না অধিনায়ক শ্রেয়স আয়ার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ২৩:৪০
Share:

শ্রেয়স আয়ার। ছবি: আইপিএল

আইপিএলের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে দিল কলকাতা। সুনীল নারাইনের সৌজন্যে সাত উইকেটে জিতেছে তারা। বলে রান দিলেও ব্যাট হাতে তা পুষিয়ে দেন নারাইন। ২২ বলে ৪৭ রান করে কেকেআরের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। কিন্তু ম্যাচের পর নারাইনকে জয়ের আসল কারিগর হিসাবে বাছলেন না অধিনায়ক শ্রেয়স আয়ার। তাঁর মতে, আসল নায়ক আন্দ্রে রাসেল।

Advertisement

বোলিংয়ের সময় কেকেআর প্রচুর স্লোয়ার বল করেছে। পেসারেরা ক্রমাগত স্লোয়ার দেন যাতে রান তোলা কঠিন হয়ে যায়। এই বুদ্ধি বেরিয়েছে রাসেলের মাথা থেকেই। শ্রেয়স বলেন, “ম্যাচ শুরুর কিছু ক্ষণ পরেই রাসেল এসে আমাদের বলে দিয়েছিল, এই উইকেট থেকে বোলারদের বিশেষ কিছু পাওয়ার নেই। তাই আমরা স্লোয়ার বলের পরিকল্পনা করেছিলাম। এত দ্রুত পরিস্থিতি বুঝে যাওয়া এবং সেটা কাজে লাগানো, এটা দেখে দারুণ লেগেছে।”

এর পরেই শ্রেয়সের মুখে নারাইনের প্রশংসা। বলেছেন, “নারাইন মাঠে নামলে ওর একটাই কাজ, বল মাঠের বাইরে পাঠানো। যত বেশি সম্ভব রান করাই ওর কাজ। আজকের ইনিংসটা তার আদর্শ উদাহরণ। ওকে দিয়ে ওপেন করাব কি না সেটা ম্যাচের আগে ভাবনাচিন্তা করেছি। কিন্তু আজকের ইনিংসটা খুব ভাল।”

Advertisement

শ্রেয়স মেনে নিয়েছেন, তাঁরা ব্যাট করার সময় পিচ বেশ সহজ হয়ে গিয়েছিল। কেকেআর অধিনায়কের কথায়, “একটা দিক থেকে খুব ভাল ব্যাট করা যাচ্ছিল। আর একটা দিকে বল মাঝেমাঝে বাউন্স করছিল। পরের যে ব্যাটার নামছে তাকে আমরা এটাই বলে দিচ্ছিলাম।”

প্রথম ম্যাচের পর এক সপ্তাহ বিশ্রাম যে কাজে লেগেছে এটা মেনে নিয়েছেন শ্রেয়স। পাশাপাশি জানিয়েছেন, এখন থেকেই প্লে-অফ নিয়ে ভাবতে চান না। তাঁর কথায়, “কাল বেঙ্গালুরুতে থেকে পর দিন বিশাখাপত্তনম যাব। এখন থেকেই মরসুম নিয়ে কোনও প্রত্যাশা নেই। সবে শুরু হয়েছে আর দুটো ম্যাচ জিতেছি। আপাতত মুহূর্তটা উপভোগ করতে চাই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement