BGT 2024-25

কেন শুধু জরিমানা দিয়েই পার পেয়ে গেলেন বিরাট, কী ভাবে এড়ালেন নির্বাসনের শাস্তি?

কনস্টাসকে ধাক্কা মারার কারণে বুমরার ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হবে। সেই সঙ্গে লেভেল ওয়ান অপরাধ বলে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। নির্বাসন থেকে বাঁচলেন কী ভাবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৭
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

মেলবোর্নে স্যাম কনস্ট্যাসকে ধাক্কা মেরে শাস্তি পেয়েছেন বিরাট কোহলি। তবে নির্বাসিত হতে হয়নি তাঁকে। কোন নিয়মে বেঁচে গেলেন কোহলি?

Advertisement

কনস্টাসকে ধাক্কা মারার কারণে কোহলির ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হবে। সেই সঙ্গে লেভেল ওয়ান অপরাধ বলে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। আইসিসির নিয়ম অনুযায়ী ২৪ মাসের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে নির্বাসিত হতে হয়। টেস্ট হলে একটি ম্যাচ, সাদা বলের ক্রিকেট হলে দু’টি ম্যাচে নির্বাসিত হতে হয় ক্রিকেটারদের। বিরাট গত ২৪ মাসের মধ্যে কোনও ডিমেরিট পয়েন্ট পাননি। আগামী ২৪ মাসের মধ্যে তিনি আরও তিনটি ডিমেরিট পয়েন্ট পেলে নির্বাসিত হবেন। আইসিসির এই নিয়মের কারণেই বেঁচে গেলেন কোহলি।

কী কারণে শাস্তি পেলেন বিরাট? মেলবোর্নে তখন দশম ওভার শেষ হয়েছে। মহম্মদ সিরাজ সেই ওভার শেষ করার পর দিক পরিবর্তন করার জন্য হেঁটে আসছিলেন কোহলি। উল্টো দিক থেকে আসছিলেন কনস্টাসও। দু’জনের কাঁধে ধাক্কাধাক্কি হয়। বার বার ধাক্কাধাক্কির ঘটনার রিপ্লে দেখাতে থাকে সম্প্রচারকারী চ্যানেল। সেখানে অবশ্য দেখা গিয়েছে, কনস্টাস মাথা নিচু করে ব্যাট হাতে যাচ্ছিলেন। কোহলিই যাওয়ার পথে দিক পরিবর্তন করে কনস্টাসের কাছে গিয়ে তাঁকে ধাক্কা মারেন।

Advertisement

কনস্টাসের বিষয়টি পছন্দ হয়নি। তিনি কোহলিকে কিছু একটা বলেন। পাল্টা কোহলিও রক্তচক্ষু দেখিয়ে কনস্টাসকে উত্তর দেন। বিষয়টি বেশি দূর গড়ায়নি। সতীর্থ ওপেনার উসমান খোয়াজা এসে কনস্টাসকে সরিয়ে নিয়ে যান। পাশাপাশি কোহলিকেও অনুরোধ করেন ঘটনাটি সেখানে শেষ করে দেওয়ার জন্য। ঝামেলা থামাতে এগিয়ে আসেন আম্পায়ারেরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement