Sunil Narine

IPL 2022: প্রথম বিদেশি স্পিনার হিসেবে আইপিএলে দেড়শো উইকেট, দল হারলেও কীর্তি গড়লেন নারাইন

নারাইনের আগে আট জন বোলার আছেন যাঁদের ঝুলিতে আইপিএলে দেড়শোর বেশি উইকেট আছে। এই তালিকায় সবার উপরে রয়েছেন ডোয়েন ব্র্যাভো। ১৮১টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২২ ১৬:২৪
Share:

ললিত যাদবকে আউট করে এই মাইলফলক ছুঁলেন নারাইন। —ফাইল চিত্র

আইপিএলে প্রথম কোনও বিদেশি স্পিনার দেড়শো উইকেট নিলেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স হেরে গেলেও অভিনব কীর্তি গড়লেন সুনীল নারাইন। আইপিএলে নতুন মাইলফলক ছুঁলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার।

বৃহস্পতিবার দিল্লির ললিত যাদবকে আউট করে এই মাইলফলক ছুঁলেন নারাইন। যদিও তাতে কলকাতার হার আটকানো যায়নি। ৪ উইকেটে হেরে যায় কলকাতা।

Advertisement

নারাইনের আগে আট জন বোলার আছেন যাঁদের ঝুলিতে আইপিএলে দেড়শোর বেশি উইকেট আছে। এই তালিকায় সবার উপরে রয়েছেন ডোয়েন ব্র্যাভো। ১৮১টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।

দ্বিতীয় স্থানে রয়েছেন লসিথ মালিঙ্গা। ১৭০টি উইকেট নিয়েছেন তিনি। লেগ স্পিনার অমিত মিশ্র এই তালিকায় তৃতীয় স্থানে। তাঁর ঝুলিতে রয়েছে ১৬৬টি উইকেট।

Advertisement

অমিত ছাড়াও ভারতীয় স্পিনারদের মধ্যে এই তালিকায় রয়েছেন পীযূষ চাওলা। তিনি নিয়েছেন ১৫৭টি উইকেট। একই সংখ্যক উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চহাল। রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন ১৫২টি উইকেট। পেসার ভুবনেশ্বর কুমার নিয়েছেন ১৫১টি উইকেট। হরভজন সিংহের ঝুলিতেও রয়েছে ১৫০টি উইকেট। তবে বিদেশি স্পিনার হিসেবে নারাইনই প্রথম যিনি আইপিএলে দেড়শো উইকেট নিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement