IPL 2022

KL Rahul: বোল্টের বলটা দেখতেই পাননি, স্বীকার করে নিলেন রাহুল

পরের ম্যাচগুলোয় তাঁরা আরও ভাল পারফরম্যান্স করবেন বলে আশাবাদী রাহুল। মেনে নিয়েছেন রাজস্থানের বিরুদ্ধে কিছু পরিকল্পনা বাস্তবায়িত করতে পারেননি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২২ ১৯:৫৫
Share:

লোকেশ রাহুল। ছবি: আইপিএল

একটা খারাপ ম্যাচ কোনও কিছু বদলাতে পারে না। রবিবার রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৩ রানে হারের পর এমনই মনে করছেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল।

টস জিতে বোলিং নিয়েও হারতে হয়েছে লখনউকে। ট্রেন্ট বোল্ট এবং যুজবেন্দ্র চহালের দাপটে ইনিংসের শুরু থেকেই স্বচ্ছন্দ দেখায়নি লখনউয়ের ব্যাটারদের। ইনিংসের প্রথম বলেই বোল্ট সাজঘরে ফিরিয়ে দেন রাহুলকে। তা নিয়ে রাহুল মজা করে বলেছেন, ‘‘আমি দেখতেই পাইনি। দেখতে পেলে নিশ্চয় কিছু করার চেষ্টা করতাম। ওকে জবাব দিতাম। বলটা দুর্দান্ত ছিল।’’

Advertisement

নিজের দল সম্পর্কে বলেছেন, ‘‘আমাদের দল যথেষ্ট ভাল। ব্যাটিং এবং বোলিংয়ের প্রচুর বিকল্প রয়েছে। ২০ রানে ৩ উইকেট হারানোর পরও জানতাম, আমাদেরও সুযোগ রয়েছে। আমাদের শুধু একটা ভাল জুটি দরকার ছিল রাজস্থানের বিরুদ্ধে।’’

আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেই দুরন্ত ব্যাটিং করেছেন মার্কাস স্টোইনিস। দলকে জেতানোর মরিয়া চেষ্টা করেছিলেন। তাঁর প্রশংসা করেছেন লখনউ অধিনায়ক। রাহুল বলেছেন, ‘‘শেষ দিকে স্টোইনিস দারুণ খেলেছে। মরসুমের প্রথম ম্যাচ খেলতে নেমেই আমাদের প্রায় জিতিয়েই দিয়েছিল। এই ইনিংস ওকে আত্মবিশ্বাস দেবে। ওকে নিয়ে আমাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সকলেই জানি শেষ পাঁচ ওভারে স্টোইনিস কতটা বিপজ্জনক হতে পারে। আমাদের যথেষ্ট অলরাউন্ডার রয়েছে। ফলে বিকল্প অনেক। ব্যাটিং অর্ডারে কিছু বদল আমরা করতেই পারি দরকারে। আমরা চাই প্রতিপক্ষকে কিছুটা সংশয়ে রাখতে।’’

Advertisement

শেষ পর্যন্ত তাঁরা খারাপ রান করেছিলেন বলে মনে করেন না রাহুল। যদিও লখনউ অধিনায়ক মেনে নিয়েছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে এই রকম রান অনেক সময় ঝুঁকির হয়ে যায়। প্রতিযেগিতার পরের ম্যাচগুলোয় তাঁর দল আরও ভাল পারফরম্যান্স করবে বলে আশাবাদী রাহুল। মেনে নিয়েছেন রাজস্থানের বিরুদ্ধে তাঁরা কিছু পরিকল্পনা বাস্তবায়িত করতে পারেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement