KKR

KKR: পাঁচ কারণ: কী ভাবে কলকাতা নাইট রাইডার্স হারাল সানরাইজার্স হায়দরাবাদকে

কোন পাঁচ কারণে সানরাইজার্স হায়দরাবাদকে হারাল কলকাতা নাইট রাইডার্স? বিশ্লেষণে আনন্দবাজার অনলাইন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মে ২০২২ ২৩:২২
Share:

কেকেআর অধিনায়ক শ্রেয়স আয়ার। ফাইল চিত্র

সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএলে নিজেদের টিকিয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স। এখনও প্লে-অফে যাওয়ার আশা রয়েছে কলকাতার। কোন পাঁচ কারণে জিতল কলকাতা, জানাচ্ছে আনন্দবাজার অনলাইন।

এক, খেলা শুরু হওয়ার আগেই আসল কাজটা করে দিয়েছিলেন শ্রেয়স আয়ার। টস জিতে পুণের উইকেটে আগে ব্যাট করে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তিনি।

Advertisement

দুই, হায়দরাবাদের বিরুদ্ধে শুরুটা ভাল করে কলকাতা। পাওয়ার প্লে-র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান তুলে ফেলে কলকাতা।

তিন, মাঝে পর পর উইকেট হারালেও কলকাতা ১৮০-র কাছাকাছি রান তোলে। কারণ, আন্দ্রে রাসেলের দুর্দান্ত ব্যাটিং। ২৮ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন তিনি। ৩টি চার, ৪টি ছয় মারেন রাসেল। স্যাম বিলিংসও ২৯ বলে ৩৪ রানের উপযোগী ইনিংস খেলেন।

Advertisement

চার, পাওয়ার প্লে-তে হায়দরাবাদকে বেশি রান করতে দেয়নি কলকাতা। প্রথম পাঁচ ওভারে উইকেট ফেলতে না পারলেও হায়দরাবাদকে ৩০ রানের বেশি করতে দেয়নি কলকাতা।

পাঁচ, রাসেল আরও এক বার বল করতে এসেই উইলিয়ামসনের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ওই সময় উইকেটে জমে গিয়েছিলেন হায়দরাবাদ অধিনায়ক। এর পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement