IPL 2022

IPL 2022: সবাইকে টপকে গেলেন রাসেল, আইপিএলে এমন রেকর্ড কারও নেই

শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট করার সময় এই কীর্তি গড়েন রাসেল। ইনিংস শেষে ৪৯ রানে অপরাজিত ছিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মে ২০২২ ২২:০৫
Share:

—ফাইল চিত্র

আইপিএলের ইতিহাসে এমন রেকর্ড আর কারও নেই। এক আইপিএলে আড়াইশোর বেশি রান এবং দশটির বেশি উইকেট নেওয়ার কীর্তি চার বার করলেন আন্দ্রে রাসেল।

রাসেল টপকে গেলেন চার ক্রিকেটারকে যাঁদের এই কীর্তি রয়েছে তিন বার করে। জাক কালিস, হার্দিক পাণ্ড্য, কায়রন পোলার্ড এবং শেন ওয়াটসন এমন কীর্তি গড়েছেন তিন বার। হায়দরাবাদের বিরুদ্ধে তাঁদের টপকে গেলেন রাসেল। তিনি চার বার এক আইপিএলে আড়াইশোর বেশি রান এবং দশটির বেশি উইকেট নিয়েছেন।

Advertisement

শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট করার সময় এই কীর্তি গড়েন রাসেল। ইনিংস শেষে ৪৯ রানে অপরাজিত ছিলেন তিনি। এ বারের আইপিএলে রাসেল এখনও পর্যন্ত ৩৩০ রান করেছেন এবং ১৪টি উইকেট নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement