CSK

MS Dhoni: ‘ওর মধ্যে ধোনির সব গুণ রয়েছে’, চেন্নাইয়ের পরবর্তী নেতা বাছলেন সহবাগ

বয়স হয়ে যাওয়ায় ধোনি কতদিন আর নেতৃত্বের দায়িত্ব থাকবেন তা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেই সম্ভাব্য বিভিন্ন নেতার নাম বলছেন। সহবাগও বললেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মে ২০২২ ২২:৫০
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। ফাইল ছবি

এই আইপিএল মরসুমের মাঝপথেই রবীন্দ্র জাডেজার থেকে চেন্নাইয়ের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু বয়স হয়ে যাওয়ায় তিনি কতদিন আর নেতৃত্বের দায়িত্বে থাকবেন তা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেই সম্ভাব্য বিভিন্ন নেতার নাম বলছেন। তেমনই চেন্নাইয়ের পরবর্তী অধিনায়ক এ বার বেছে নিলেন বীরেন্দ্র সহবাগ। জানালেন, রুতুরাজ গায়কোয়াড়ই হতে পারেন চেন্নাইয়ের পরের অধিনায়ক।

সহবাগ বলেছেন, “একজন ক্রিকেটারের পক্ষে একটা মরসুম ভাল যেতেই পারে। কিন্তু যদি ও আরও ৩-৪টে মরসুম খেলে, তা হলে অধিনায়ক হতেই পারে এবং মহেন্দ্র সিংহ ধোনির পর লম্বা সময় ধরে চেন্নাইয়ের নেতা হতে পারে। কেন গোটা বিশ্ব ধোনিকে এত ভাল অধিনায়ক বলে? কারণ ওর মাথা ঠান্ডা, নিজে সিদ্ধান্ত নিতে পারে এবং বোলার ও ব্যাটারদের ভাল ভাবে ব্যবহার করতে পারে। ধোনি ভাগ্যেরও সহায়তা পায়। যারা সাহসী তারাই ভাগ্যের সহায়তা পায় এবং ধোনি সাহসী তা নিয়ে সন্দেহ নেই।”

Advertisement

একটি জায়গায় রুতুরাজের খামতি রয়েছে বলে মনে করেন সহবাগ। তিনি বলেছেন, “রুতুরাজের মধ্যে ধোনির বাকি গুণগুলি সবই রয়েছে। কিন্তু একটি বিষয় নিয়ে আমি চিন্তিত। সেটা হল ভাগ্য। রুতুরাজ কতটা ভাগ্যের সহায়তা পেতে পারে সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement