শুভমন গিল। ফাইল ছবি
আনন্দবাজার অনলাইনের বিচারে আইপিএল ফাইনালের সেরা ক্রিকেটার শুভমন গিল। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটারকেই সেরা বেছে নেওয়া হল। ওপেন করতে নেমে দায়িত্বশীল ইনিংসের কারণেই সেরা বেছে নেওয়া হয়েছে তাঁকে। ৪৩ বলে ৪৫ রানে অপরাজিত থাকলেন তিনি।
রাজস্থানের রান এমন কিছুই ছিল না। কিন্তু ব্যাটিং করতে নেমে শুরুতেই ঋদ্ধিমান সাহাকে হারায় গুজরাত। কিছুক্ষণ পরে ফিরে যান ম্যাথু ওয়েডও। দু’উইকেট হারিয়ে কিছুটা চাপেই পড়েছিল গুজরাত। পরে উল্টোদিকে তিনি সঙ্গী পান হার্দিক পাণ্ড্য এবং ডেভিড মিলারকে। কিন্তু একটা দিক ধরে রেখেছিলেন তিনি। চাপের মুখ শুভমনের উইকেট পড়ে গেলে আরও চাপে পড়ে যেত গুজরাত। সেটা হতে দেননি এই ওপেনার।
এমনিতে মরসুমের শুরুর দিক ছাড়া আইপিএলে সে রকম আহামরি পারফরম্যান্স নেই শুভমনের। কিন্তু চাপের মুখে রবিবার ভাল খেলে দিলেন তিনি। কম রানের লক্ষ্যমাত্রা থাকায় তাড়াহুড়ো করে অহেতুক খারাপ শট খেলার দিকে যাননি। বরং বল বুঝে খেলেছেন। খুচরো রান বেশি নেওয়ার উপরে জোর দিয়েছেন। এক বারই ছয় মারলেন। আর তাতেই দলকে জিতিয়ে দিলেন আইপিএল। সঙ্গত কারণেই তিনি ম্যাচের সেরা।