৪ ওভার বল করে ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেন কুলদীপ। প্রথম দু’ওভারে যিনি ২০ রান দিয়ে চাপে ছিলেন, তিনিই পরের দুই ওভারে চার উইকেট তুলে নিলেন। সেই সঙ্গে উমেশের ক্যাচটাও নিলেন তিনি। দৌড়ে দিয়ে শরীর ছুড়ে যে ভাবে ক্যাচ নিলেন সেটা সত্যিই প্রশংসনীয়।
—ফাইল চিত্র
দিল্লি ক্যাপিটালসের জয়ের পিছনে সেরা চালটা দিলেন ঋষভ পন্থ। ২১৫ রান তুলে কলকাতা নাইট রাইডার্সের মাথায় বিরাট বোঝা চাপিয়ে দিয়েছিল দিল্লি। ব্রেবোর্নের ব্যাটিং সহায়ক পিচে সেই রান কলকাতা যে করতে পারবে না এমনটা শুরুতে নিশ্চিত করে বলা কঠিন ছিল। শ্রেয়সরা যাতে সেই রান করতে না পারেন, সেটাই নিশ্চিত করলেন পন্থ।
কুলদীপ যাদব নিজের প্রথম দুই ওভারে ২০ রান দিয়েছিলেন। কিন্তু তার পরেও তাঁকেই বল করিয়ে গেলেন পন্থ। তাতেই এল সাফল্য। অর্ধশতরান করে ফেলা শ্রেয়স আয়ারকে ফিরিয়ে দিলেন তিনি। কঠিন সময়ে স্পিনারের উপর ভরসা রাখলেন পন্থ। নিজের পুরনো দল কলকাতার বিরুদ্ধে কুলদীপও সেই ভরসার মর্যাদা রাখলেন। কামিন্স নামার সঙ্গে সঙ্গে কুলদিপকে ফিরিয়ে এনেছিলেন পন্থ। সেই ওভারে কুলদীপ ফিরিয়ে দেন কামিন্স, সুনীল নারাইন এবং উমেশ যাদবকেও।
৪ ওভার বল করে ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেন কুলদীপ। প্রথম দু’ওভারে যিনি ২০ রান দিয়ে চাপে ছিলেন, তিনিই পরের দুই ওভারে চার উইকেট তুলে নিলেন। সেই সঙ্গে উমেশের ক্যাচটাও নিলেন তিনি। দৌড়ে দিয়ে শরীর ছুড়ে যে ভাবে ক্যাচ নিলেন সেটা সত্যিই প্রশংসনীয়।
দিল্লির বিরুদ্ধে ৪৪ রানে হেরে গেল কলকাতা। লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখলেও নেট রানরেট অনেকটাই কমে গেল তাদের। প্রথমে ব্যাট করে ২১৫ রান করে দিল্লি। সেই রান তাড়া করতে নেমে ১৭১ রানে শেষ হয়ে যায় কলকাতা।