ম্যাচের সেরা চাল কোনটি ফাইল ছবি
কলকাতা-দিল্লি ম্যাচের সেরা চাল বেছে নিল আনন্দবাজার অনলাইন। কুলদীপ যাদবকে দ্বিতীয় স্পেলে ফিরিয়ে আনাই সেরা চাল হিসেবে বিবেচিত হয়েছে। ওই ওভারে কুলদীপ তুলে নেন শ্রেয়স আয়ার এবং আন্দ্রে রাসেলের মতো দুই বিধ্বংসী ব্যাটারকে।
অষ্টম ওভারে প্রথম বার বোলিং করতে এসেছিলেন কুলদীপ। সেই ওভারে তৃতীয় এবং চতুর্থ বলে পর পর তুলে নেন বাবা ইন্দ্রজিং এবং সুনীল নারাইনকে। অল্পের জন্য হ্যাটট্রিক পাননি তিনি। দশম ওভারে ফের তিনি বল করেন। কিন্তু এর পর তাঁকে তুলে নেন পন্থ। আবার আনেন ১৪তম ওভারে।
সেই ওভারের প্রথম বলেই শ্রেয়সকে আউট করেন কুলদীপ। অফস্টাম্পের অনেকটা বাইরে পড়েছিল তাঁর ডেলিভারি। নীচু হয়ে আসা বলে চালাতে গিয়েছিলেন শ্রেয়স। বল তাঁর ব্যাটের কানায় লাগে। উইকেটের পিছনে অসাধারণ ক্যাচ নেন পন্থ।
রাসেল নেমে প্রথম দু’টি বল ভাল করে বুঝতেই পারেননি। চতুর্থ বলে তিনি এগিয়ে এসে মারতে যান। কিন্তু ব্যাটের সঙ্গে বলের সংযোগ হয়নি। বল পন্থের হাতে লেগে স্টাম্প ভেঙে দেয়।