CSK

IPL 2022: আনন্দবাজার অনলাইনের বিচারে চেন্নাই-মুম্বই ম্যাচের সেরা তিলক বর্মা

অনলাইন। চাপের মুখে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জেতানোর জন্যেই তাঁকে ম্যাচের সেরা ক্রিকেটার বাছা হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ মে ২০২২ ২৩:১১
Share:

তিলক বর্মা। ছবি আইপিএল

তিলক বর্মাকে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের সেরা হিসেবে বেছে নিল আনন্দবাজার অনলাইন। চাপের মুখে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জেতানোর জন্যেই তাঁকে ম্যাচের সেরা ক্রিকেটার বাছা হয়েছে। কম রানের ম্যাচে ঠান্ডা মাথায় ৩২ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলে দলকে জেতালেন তিনি।

বোলারদের দুরন্ত পারফরম্যান্সের জেরে বৃহস্পতিবার মাত্র ৯৭ রানে অলআউট হয়ে গিয়েছিল চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে বেজায় বিপদে পড়ে মুম্বইও। দলের ছ’রানের মাথায় ঈশান কিশনকে হারায় তারা। এরপর ৩০ এবং ৩৩ রানে ফিরে যান রোহিত শর্মা, ড্যানিয়েল স্যামস এবং ট্রিস্টান স্টাবস। ৩৩ রানে চার উইকেট হারিয়ে তখন ধুঁকছিল চেন্নাই। এক সময় মনে হচ্ছিল তারা হেরেও যেতে পারে।

Advertisement
আরও পড়ুন:

সেখান থেকে দলকে টেনে তোলেন তিলক। উল্টোদিকে হৃত্বিক শোকিনকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে থাকেন মুম্বইয়ের ইনিংস। দু’জনে মিলে পঞ্চম উইকেটে যোগ করেন ৪৮ রান। হৃত্বিক ফিরে যাওয়ার পর টিম ডেভিড এসে ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ শেষ করে দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement