MS Dhoni

IPL 2022: আনন্দবাজার অনলাইনের মতে চেন্নাই-মুম্বই ম্যাচের সেরা মুহূর্ত কোনটি

চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের সেরা মুহূর্ত বেছে নিল আনন্দবাজার অনলাইন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ মে ২০২২ ২২:৫৫
Share:

ফাইল ছবি

চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের সেরা মুহূর্ত বেছে নিল আনন্দবাজার অনলাইন। চেন্নাই ইনিংসের শুরুতেই বিদ্যুৎ বিভ্রাটের কারণে ডেভন কনওয়ে ডিআরএসের সুবিধা নিতে পারেননি। সেটাই ম্যাচের সেরা মুহূর্ত।

মুম্বইয়ের ড্যানিয়েল স্যামসের প্রথম বলই গিয়ে লাগে কনওয়ের পায়ে। চেন্নাইয়ের কাছে সুযোগ ছিল সেটি রিভিউ নেওয়ার। কিন্তু জানা যায়, সেই মুহূর্তে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিদ্যুৎ সরবরাব নেই। ফলে ডিআরএসের সুবিধা নেওয়া যাবে না। অসহায় হয়ে মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়েন কনওয়ে।

Advertisement

সমর্থকেরাও এই সিদ্ধান্তে অখুশি। বিদ্যুৎ না থাকার কারণে ডিআরএস নিতে না পারা কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা। বোর্ডের উপরেই দোষ দিচ্ছেন তাঁরা। তাঁদের দাবি, মাঠের আলো যেখানে জ্বলছে, সেখানে ডিআরএস প্রযুক্তির জন্যেও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা যেত না? বোর্ড যেখানে কয়েক হাজার কোটি টাকা আইপিএল থেকে আয় করছে, সেখানে এ রকম অব্যবস্থা থাকবে কেন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement