IPL 2023

এ বারের আইপিএলে ষষ্ঠ শতরান, হায়দরাবাদের বিরুদ্ধে তিন অঙ্কের রান পার করলেন শুভমন

এ বারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৯৪ রানে অপরাজিত থাকতে হয়েছিল। সে বার শতরানের খুব কাছে থেমে যেতে হয়েছিল। এ বার তিন অঙ্কে পৌঁছে গেলেন শুভমন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৩ ২১:০৮
Share:

শতরান করলেন শুভমন গিল। ছবি: আইপিএল

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শতরান করলেন শুভমন গিল। এ বারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৯৪ রানে অপরাজিত থাকতে হয়েছিল। সে বার শতরানের খুব কাছে থেমে যেতে হয়েছিল। এ বার তিন অঙ্কে পৌঁছে গেলেন শুভমন। আইপিএলে প্রথম বার শতরান করলেন তিনি।

Advertisement

এ বারের আইপিএলে হ্যারি ব্রুক, বেঙ্কটেশ আয়ার, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব এবং প্রভসিমরন সিংহের পর শতরান এল শুভমনের ব্যাটে। তিনি একাই দলকে টানলেন। শুভমনের ১০১ রানের ইনিংস ছাড়া গুজরাত দলের বলার মতো রান করেছেন সাই সুদর্শন। তিনি ৪৭ রান করেন। বাকিরা কেউ দু’অঙ্কের রানই করতে পারেননি। ঋদ্ধিমান সাহা ম্যাচের তৃতীয় বলে আউট হয়ে যান অফস্টাম্পের বাইরের বলে খেলতে গিয়ে। ভুবনেশ্বর কুমার সেই উইকেট নেন। তিনি ম্যাচ শেষে পাঁচটি উইকেটের মালিক। শেষ ওভারেই নিলেন তিনটি।

গুজরাতের পুরো ইনিংসটাই ছিল শুভমনকে ঘিরে। ৫৮ বলে ১০১ রান করলেন তরুণ ওপেনার। ১৩টি চার এবং একটি ছক্কা মারলেন তিনি। শুভমনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি অন্য পিচে খেলছেন। বাকি ব্যাটাররা যখন আসছেন এবং ফিরে যাচ্ছেন, তখন শুভমন একের পর এক বাউন্ডারি মারছেন। তিনি এবং সুদর্শন ১৪৭ রানের জুটি গড়েন। বাকি ব্যাটারদের রান পর পর সাজালে মনে হবে মোবাইল নম্বর।

Advertisement

ব্যাট হাতে গুজরাতের হয়ে শুরুটা যে ভাবে করেছিলেন শুভমনরা, তাতে এক সময় মনে হচ্ছিল ২০০ রান পার করে যাবেন। কিন্তু শেষ বেলায় শতরানের কাছে এসে কিছুটা মন্থর হয়ে গেলেন শুভমন। সেই সঙ্গে হার্দিক পাণ্ড্য, ডেভিড মিলার, রাহুল তেওটিয়ারা এলেন এবং সাজঘরে ফিরলেন। ১৫৬ রানে ২ উইকেট থেকে গুজরাতের ইনিংস থামল ১৮৮ রানে ৯ উইকেটে। এর মধ্যে শেষ ওভারে গেল চার উইকেট। ভুবনেশ্বরের সেই ওভারে প্রথম বলে আউট হন শুভমন। পরের বলেই স্লিপে ক্যাচ দেন রশিদ খান। নুর আহমেদ রান আউট হন পরের বলটিতে। পঞ্চম বলে আউট হন মহম্মদ শামিও। তিন জনেই শূন্য রানে আউট হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement