IPL 2023

আইপিএলে ধোনির কাছে কী শিখলেন? জানালেন সৌরভদের দলের বাঙালি উইকেটরক্ষক

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বাঙালি উইকেটরক্ষক সাক্ষাৎ পেয়েছেন মহেন্দ্র সিংহ ধোনির। তাঁকে কী পরামর্শ দিয়েছেন ধোনি? নিজেই জানিয়েছেন সৌরভদের দলের ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৩ ১৩:৪৯
Share:

এ বারের আইপিএলে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভাল খেলছে চেন্নাই সুপার কিংস। —ফাইল চিত্র

এ বারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন অভিষেক পোড়েল। যে ক’টি ম্যাচে খেলেছেন নিজের ব্যাটিং ও উইকেটকিপিং দক্ষতা দিয়ে নজর কাড়ার চেষ্টা করেছেন। আইপিএলে তাঁর সেরা প্রাপ্তি মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে সাক্ষাৎ। ধোনির সঙ্গে তাঁর কী কথা হয়েছে তা জানিয়েছেন বাঙালি উইকেটরক্ষক।

Advertisement

সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের উইকেটরক্ষক জানিয়েছেন, ধোনি তাঁকে শান্ত হওয়ার পরামর্শ দিয়েছেন। অভিষেক বলেছেন, ‘‘ধোনি স্যর আমাকে বললেন, খুব বেশি কিছু করতে যাবি না। খেলার মূল ভিতটা যেন ঠিক থাকে। বেশি কিছু করতে গেলে ভুল হতে পারে।’’

ক্রিজে যত বেশি সম্ভব সময় কাটানোর পরামর্শ অভিষেককে দিয়েছেন ধোনি। বাঙালি উইকেটরক্ষক বলেছেন, ‘‘ধোনি স্যর আমাকে বেশি তাড়াহুড়ো করতে নিষেধ করেছেন। ক্রিজে যত বেশি সম্ভব সময় কাটাতে বলেছেন। উনি বলেছেন, আমার হাতে এখনও অনেক সময় রয়েছে। তাই সময় দিতে হবে। তা হলেই ভাল ফল হবে।’’

Advertisement

চিপকে চেন্নাই সুপার কিংসের কাচে হেরেছে দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান করেছে চেন্নাই। শেষ দিকে ব্যাট করতে নেমে ৯ বলে ২০ রান করেছেন ধোনি। রান তাড়া করতে নেমে ১৪০ রানে শেষ হয়েছে দিল্লির ইনিংস। ২৭ রানে ম্যাচ জিতেছে চেন্নাই। সেই ম্যাচে দিল্লির প্রথম একাদশে অবশ্য জায়গা হয়নি অভিষেকের। যদিও ধোনির কাছে মূল্যবান পরামর্শ পেয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement