আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টরের ভূমিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর। —ফাইল চিত্র
আইপিএলের মাঝেই পুলিশের দ্বারস্থ হতে হল সচিন তেন্ডুলকরকে। থানায় এফআইআর দায়ের করেছেন তিনি। সচিনের অভিযোগ, তাঁর নাম, ছবি ও গলার স্বর ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সচিনের হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের এই দলে মেন্টরের ভূমিকায় রয়েছে সচিন। অভিযোগে বলা হয়েছে, একটি অনলাইনে ওষুধ বিক্রি করা সংস্থা তাদের অ্যাপে সচিনের নাম ও ছবি ব্যবহার করেছে। সেই সংস্থা এমন বিজ্ঞাপনও তৈরি করেছে যেখানে গ্রাহকদের ওষুধ কিনতে বলছেন সচিন। কিন্তু সবটাই সচিনের অগোচরে।
পুলিশে সচিনের তরফে অভিযোগে আরও বলা হয়েছে, সেই সংস্থার সঙ্গে কোনও চুক্তি হয়নি সচিনের। এমনকি মৌখিক ভাবেও কারও সঙ্গে কথা হয়নি তাঁর। অর্থাৎ, বেআইনি ভাবে তাঁর নাম ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও জালিয়াতি করছে সেই সংস্থা। এতে তাঁর নিজের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।
মুম্বইয়ের পশ্চিমাঞ্চল সাইবার পুলিশে অভিযোগ দায়ের করেছেন সচিন। ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা), ৪৬৫ (জালিয়াতি) ও ৫০০ (মানহানি) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া তথ্যপ্রযুক্তি আইনেও মামলা দায়ের হয়েছে ওই সংস্থার বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।