Sourav Ganguly

পদ যেতে পারে সৌরভদের, কোচেদের নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে দিল্লি

পর পর পাঁচটি ম্যাচ হেরে প্রতিযোগিতায় কার্যত বিদায়ঘণ্টা বেজে গিয়েছে দিল্লি ক্যাপিটালসের। ক্রিকেটাররা ব্যর্থ হচ্ছেন। এ দিকে ডাগআউটে কোচ হিসাবে বসে নামীদামি ক্রিকেটাররা। অনেকেরই চাকরি যেতে পারে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ২১:০৪
Share:

দিল্লিতে সৌরভদের ভবিষ্যৎ অন্ধকার। — ফাইল চিত্র

আইপিএল এখনও মাঝপথে যায়নি। তার আগেই পর পর পাঁচটি ম্যাচ হেরে প্রতিযোগিতায় কার্যত বিদায়ঘণ্টা বেজে গিয়েছে দিল্লি ক্যাপিটালসের। ক্রিকেটাররা ব্যর্থ হচ্ছেন। এ দিকে ডাগআউটে কোচ হিসাবে বসে নামীদামি প্রাক্তন ক্রিকেটাররা। দিল্লিতে আগামী বছর এই জিনিস আর দেখা যাবে না। ডানা ছাঁটা হতে চলেছে কোচিং স্টাফেদের। ফলে সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংদের পরের মরসুমে সরানো হতে পারে।

Advertisement

দিল্লির সাপোর্ট স্টাফের দলে এই মুহূর্তে রয়েছেন সৌরভ (ক্রিকেট ডিরেক্টর), পন্টিং (কোচ), জেমস হোপস (সহকারী কোচ), অজিত আগরকর (সহকারী কোচ), শেন ওয়াটসন (সহকারী কোচ), প্রবীণ আমরে (সহকারী কোচ) এবং বিজু জর্জ (সহকারী কোচ)। সামনের মরসুমে এঁদের অনেককেই দিল্লির ডাগআউটে দেখা যাবে না।

দলের এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন, “মরসুমের মাঝপথে কিছুই করা হবে না। কিন্তু টানা দু’মরসুমে ব্যর্থতার দায় সবাইকেই নিতে হবে। দলের কর্ণধার দুই সংস্থার কর্তারা আলোচনায় বসলে সেখানে কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পরের মরসুমে যে এত বড় কোচিং স্টাফ থাকছে না তা কার্যত নিশ্চিত।”

Advertisement

২০২১ পর্যন্ত দিল্লি দারুণ দল ছিল। পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ, শিমরন হেটমেয়ার, মার্কাস স্টোয়নিস, অক্ষর পটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, আবেশ খানরা দল আলো করে থাকতেন। এখন পৃথ্বী এবং পন্থ বাদে কেউ নেই। পন্থও নেই এ বার। তার প্রভাব পড়েছে গত দু’বছরের পারফরম্যান্সে।

এ বার টানা পাঁচটি ম্যাচে হেরেছে দিল্লি। আর একটি ম্যাচে হারলেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যেতে হবে। এই পরিস্থিতি বদলাতে মরিয়া দিল্লি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement