ঋষভ পন্থ। —ফাইল চিত্র।
গাড়ি দুর্ঘটনার ১৫ মাস পর মাঠে ফিরেছেন ঋষভ পন্থ। পর পর দু’টি ম্যাচে অর্ধশতরানও করেছেন। কিন্তু সেই ক্রিকেটারকেই নির্বাসিত করতে পারে আইপিএল। দু’টি ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা হয়েছে পন্থের। আর একটি ম্যাচে মন্থর ওভার রেট হলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ককে একটি ম্যাচের জন্য নির্বাসিত করা হবে। সেই সঙ্গে ৩০ লক্ষ টাকা জরিমানাও দিতে হবে পন্থকে।
বুধবার বিশাখাপত্তনমে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হেরে যায় দিল্লি। আগে বল করে ২৭২ রান হজম করেছিল তারা। জবাবে শেষ হয়ে গিয়েছিল ১৬৬ রানে। সেই হারের পর পন্থের জরিমানা হয়। গোটা দলেরও জরিমানা হয়েছে। পন্থের ২৪ লক্ষ টাকা জরিমানা হয়েছে। দ্বিতীয় বার মন্থর ওভার রেটের কারণে জরিমানা হয়েছে তাঁর। প্রথম বার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মন্থর ওভার রেটের জন্য পন্থের ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছিল। এর পর আবার মন্থর বোলিং হলে দিল্লির অধিনায়ককে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হবে।
তিনটি ম্যাচ হেরে গিয়েছে দিল্লি। লিগ তালিকায় ন’নম্বরে রয়েছে তারা। এ বার যদি পন্থকে নির্বাসিত করা হয় তাহলে আরও কঠিন পরিস্থিতি হবে দিল্লির জন্য। ব্যাট হাতে এ বারের আইপিএলে নিজের ফর্ম বুঝিয়ে দিয়েছেন পন্থ। তরুণ উইকেটরক্ষক এখন ব্যাট হাতেও দলের ভরসা। তাঁর না থাকা সমস্যা হতে পারে দিল্লির জন্য।