শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১০৬ রানে জিতল কলকাতা নাইট রাইডার্স। কেকেআর অধিনায়ক শ্রেয়স আয়ার ভাবতেই পারেননি ২৭২ রান তুলবে তাঁর দল। অন্তত ৫০ রান তাঁর দল বেশি করেছে বলে মনে করেন শ্রেয়স।
ম্যাচ শুরুর আগে শ্রেয়স বলেছিলেন যে, সুনীল নারাইন ব্যাটারদের বৈঠকে থাকেন না। তাঁকে নিজের মতো খেলার ছাড়পত্র দিয়ে রেখেছে কেকেআর। রান করতে পারলে ভাল, না পারলেও ক্ষতি নেই। শ্রেয়স ম্যাচ শেষ বলেন, “সত্যি বলতে আমি ভাবিনি যে ২৭০ রান উঠবে। ২১০-২২০ রান হবে ভেবেছিলাম। কিন্তু ২৭০ রান হওয়ায় বাড়তি সুবিধা পেয়ে যাই আমরা। ম্যাচের আগে বলেছিলাম যে, নারাইনের কাজ হচ্ছে আমাদের একটা দারুণ শুরু দেওয়া। সেটা না পারলেও কোনও ক্ষতি নেই।”
বুধবার তরুণ অঙ্গকৃশ রঘুবংশী ৫৫ রান করেন। ১৮ বছরের তরুণ ক্রিকেটারের ব্যাটিং দেখে মুগ্ধ শ্রেয়স। তিনি বলেন, “প্রথম বল থেকেই ভয়ডরহীন ক্রিকেট খেলতে শুরু করে অঙ্গকৃশ। চোখ জুরিয়ে দেওয়া শট খেলছিল। খুব পরিশ্রমী ক্রিকেটার।”
কেকেআরের অন্যতম পেসার হর্ষিত রানা বল করার আগেই চোট পেয়ে যান। তাতেও দলের কোনও সমস্যা হয়নি। শ্রেয়স বলেন, “দলের সব বোলার নিজের কাঁধে দায়িত্ব তুলে নেয়। ঠিক সময় সকলে উইকেট তুলতে শুরু করে। তবে হর্ষিতের চোট কতটা গুরুতর জানি না। ওঁর কাঁধে কিছু সমস্যা হয়েছে। বৈভব আরোরা দায়িত্ব নিয়ে বল করে। দলকে জেতায়।”