IPL 2024

কলকাতার বিরুদ্ধে তিন উইকেট নেওয়া জাডেজা নজির গড়লেন ফিল্ডিংয়ে! ছুঁলেন বিরাট, রোহিতদের

ব্যাটে, বলে কখনওই কলকাতাকে লড়াই করার সুযোগ দেয়নি চেন্নাই। বল হাতে তিন উইকেট নেন রবীন্দ্র জাডেজা। কিন্তু তিনি নজির গড়লেন ফিল্ডিংয়ে। আইপিএলে ১০০টি ক্যাচ নিলেন ভারতের অন্যতম সেরা ফিল্ডার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৪ ১০:০০
Share:

রবীন্দ্র জাডেজা। —ফাইল চিত্র।

চিপকের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে দুরমুশ করে হারাল চেন্নাই সুপার কিংস। ব্যাটে, বলে কখনওই কলকাতাকে লড়াই করার সুযোগ দেয়নি চেন্নাই। সেই ম্যাচে বল হাতে তিন উইকেট নেন রবীন্দ্র জাডেজা। কিন্তু তিনি নজির গড়লেন ফিল্ডিংয়ে। আইপিএলে ১০০টি ক্যাচ নিলেন ভারতের অন্যতম সেরা ফিল্ডার।

Advertisement

জাডেজা ৪ ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট নেন। অঙ্গকৃশ রঘুবংশী এবং সুনীল নারাইনকে একই ওভারে আউট করে বড় ধাক্কা দিয়েছিলেন কলকাতাকে। পরে বেঙ্কটেশ আয়ারের উইকেটও তুলে নেন জাডেজা। ম্যাচের সেরাও হয়েছেন তিনিই। তবে জাডেজা নজির গড়লেন মিচেল স্টার্কের ক্যাচ নিয়ে। ১০০টি ক্যাচ নিলেন তিনি আইপিএলে। ১০০টি বা তার বেশি ক্যাচ নেওয়ার নজির রয়েছে চার ক্রিকেটারের।

আইপিএলে সব থেকে বেশি ক্যাচ নিয়েছেন বিরাট কোহলি। তিনি এখনও পর্যন্ত ১১০টি ক্যাচ নিয়েছেন। দ্বিতীয় স্থানে সুরেশ রায়না। চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটার ১০৯টি ক্যাচ নিয়েছিলেন। তৃতীয় স্থানে রয়েছেন কায়রন পোলার্ড। আইপিএলে ১০৩টি ক্যাচ নিয়েছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের আরও এক ক্রিকেটার রোহিত শর্মা আইপিএলে নিয়েছেন ১০০টি ক্যাচ। এই তালিকায় এ বার ঢুকে পড়লেন জাডেজা। তিনিও ১০০টি ক্যাচ নিলেন।

Advertisement

ম্যাচে প্রথমে ব্যাট করে কলকাতা করে ১৩৭ রান। চেন্নাইয়ের বোলারদের দাপটে কেকেআরের কোনও ব্যাটারই বড় রান করতে পারেননি। অধিনায়ক শ্রেয়স আয়ার ৩৪ রান করলেও তিনি ৩২টি বল খেলেছেন। ওপেনার ফিল সল্ট এবং সুনীল নারাইনও রান পাননি। তাই বড় রানও করতে পারেনি কেকেআর। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই ১৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। ৫৮ বলে ৬৭ রান করেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement