প্লে অফে যাওয়ার জন্য খুব বেগ পেতে হবে না বলেই মনে করছেন যুজবেন্দ্র চহাল। —ফাইল চিত্র
সংযুক্ত আরব আমিরশাহিতে প্লে অফে উঠলেও খুব ভাল খেলতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শেষ মুহূর্তে নেট রান রেটের বিচারে সুযোগ এসেছিল প্লে অফে খেলার। ফাইনালেও উঠতে পারেননি তারা। এ বার অনেক বেশি আত্মবিশ্বাসী দেখিয়েছে বিরাট কোহলীর দলকে। আইপিএল স্থগিত হওয়ার আগে লিগ টেবিলে ৩ নম্বরে ছিল তারা। প্রতিযোগিতা ফের শুরু হলে প্লে অফে যাওয়ার জন্য খুব বেগ পেতে হবে না বলেই মনে করছেন যুজবেন্দ্র চহাল।
গত বারের থেকে এ বারের আইপিএল-এ অনেকটাই বদলে গিয়েছে ব্যাঙ্গালোর, তা মানছেন চহাল। তার কারণও খুঁজে বার করেছেন তিনি। চহাল বলেন, “গ্লেন ম্যাক্সওয়েল দলে আসায় কোহলী এবং এবি ডিভিলিয়ার্সের ওপর থেকে চাপ কমে গিয়েছে। দলের সমস্যা মিটে গিয়েছে ও আসায়। দেবদত্ত পাড়িক্কলও ভাল খেলেছে।”
গত বছর প্রতিযোগিতার শেষের দিকে ৫-৬টা ম্যাচ জেতার চাপ ছিল। এ বার সেটা নেই বলেই মনে করছেন চহাল। তিনি বলেন, “অন্যান্য বার শেষের দিকে ৫-৬ম্যাচ জেতার যে চাপ থাকে সেটা নেই। আইপিএল ফের শুরু হলে অনেক হালকা ভাবে শুরু করতে পারব আমরা।” শুধু ব্যাটসম্যানদের নয়, চহাল প্রশংসা করেছেন দলের জোরে বোলারদেরও। মহম্মদ সিরাজ, হর্ষল পটেলদের প্রশংসা করেন ভারতীয় স্পিনার। তবে আইপিএল ফের শুরু হবে কি না সেই নিয়ে এখনও কোনও বার্তা দেয়নি বিসিসিআই।