IPL 2021

সেঞ্চুরির আগে ৯৯-তে দাঁড়িয়ে আবেগপ্রবণ কোহলীর দলের যুজবেন্দ্র চহাল

সব ঠিকঠাক থাকলে বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে শততম আইপিএল ম্যাচ খেলতে নামবেন যুজবেন্দ্র চহাল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ১৭:২৩
Share:

অনুশীলনে চহাল। ছবি টুইটার

সব ঠিকঠাক থাকলে বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে শততম আইপিএল ম্যাচ খেলতে নামবেন যুজবেন্দ্র চহাল। তার আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন এই স্পিনার। আরসিবি-র পোস্ট করা ভিডিয়োয় সেই আবেগ উঠে এসেছে।

Advertisement

২০১১-এ মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে কিনলেও তিন বছরে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন। ২০১৪-এ আরসিবি-তে আসার পর নিয়মিত দেখা যায় তাঁকে। সেই চহাল বলেছেন, “২০১৪-এ মুম্বই থেকে এখানে যোগ দিয়েছিলাম। তখন একবারও ভাবিনি আরসিবি-র হয়ে ১০০ ম্যাচ খেলার সুযোগ পাব। খুব আবেগপ্রবণ একটা যাত্রাপথ পেরিয়ে এসেছি।”

২০১৪-এ প্রথম বার খেলার সুযোগ পাওয়ার জন্য চহাল ধন্যবাদ জানিয়েছেন তৎকালীন আরসিবি-র স্পিনার ড্যানিয়েল ভেত্তোরিকে। পাশাপাশি ভিডিয়োয় সমর্থকদের উদ্দেশে বলেছেন, “আমি আরসিবি-র হয়ে শততম ম্যাচ খেলতে নামছি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। কখনও ভাবিনি একটা দলের হয়েই ১০০ ম্যাচ খেলবে। তাই এই দিনে এসে একটু আবেগপ্রবণ হয়ে পড়েছি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement