অনুশীলনে চহাল। ছবি টুইটার
সব ঠিকঠাক থাকলে বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে শততম আইপিএল ম্যাচ খেলতে নামবেন যুজবেন্দ্র চহাল। তার আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন এই স্পিনার। আরসিবি-র পোস্ট করা ভিডিয়োয় সেই আবেগ উঠে এসেছে।
২০১১-এ মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে কিনলেও তিন বছরে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন। ২০১৪-এ আরসিবি-তে আসার পর নিয়মিত দেখা যায় তাঁকে। সেই চহাল বলেছেন, “২০১৪-এ মুম্বই থেকে এখানে যোগ দিয়েছিলাম। তখন একবারও ভাবিনি আরসিবি-র হয়ে ১০০ ম্যাচ খেলার সুযোগ পাব। খুব আবেগপ্রবণ একটা যাত্রাপথ পেরিয়ে এসেছি।”
২০১৪-এ প্রথম বার খেলার সুযোগ পাওয়ার জন্য চহাল ধন্যবাদ জানিয়েছেন তৎকালীন আরসিবি-র স্পিনার ড্যানিয়েল ভেত্তোরিকে। পাশাপাশি ভিডিয়োয় সমর্থকদের উদ্দেশে বলেছেন, “আমি আরসিবি-র হয়ে শততম ম্যাচ খেলতে নামছি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। কখনও ভাবিনি একটা দলের হয়েই ১০০ ম্যাচ খেলবে। তাই এই দিনে এসে একটু আবেগপ্রবণ হয়ে পড়েছি।”