যুজবেন্দ্র চহাল। ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন। তবে আসন্ন আইপিএল-এ নিজেকে প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন যুজবেন্দ্র চহাল। প্রতিযোগিতা শুরুর আগেই হুঙ্কার দিয়ে জানিয়ে রেখেছেন, এ বার পুরনো চহালকে দেখা যাবে।
দেশের মাটিতে আইপিএল-এর প্রথম পর্বে সাত ম্যাচে মাত্র চারটি উইকেট নিয়েছিলেন চহাল। দ্বিতীয় পর্বে মরুদেশে যাবতীয় হিসেব বদলে দিতে চান তিনি। জবাব দিতে চান উপেক্ষার। সম্প্রতি অনুশীলনের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পোস্ট করা একটি ভিডিয়োয় তিনি বলেছেন, “এতদিন পরে দলে ফিরতে পেরে ভাল লাগছে। যে ভাবে বল করছি তাতে আমি খুশি। পয়েন্ট টেবিলে আমরা ভাল জায়গায় রয়েছি। সবার উপরে থাকার একটা ভাল সুযোগ আমাদের কাছে রয়েছে। এ বার আমি বলতে পারি, যুজি ফিরে এসেছে।”
চেন্নাইয়ের মতো স্পিন-সহায়ক পিচে আইপিএল-এর প্রথম পর্বে সে ভাবে সাফল্য পাননি চহাল। শ্রীলঙ্কায় গিয়ে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তবে তার আগেও খুব ভাল খেলতে পারেননি। অনেকেই মনে করছেন, এই কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেওয়া হয়নি তাঁকে।