Virat Kohli

Virat Kohli: কড়া সূচির জের, বাতিল হয়ে গেল কোহলী-উইলিয়ামসন দ্বৈরথ

কোভিডের কারণে কড়া সূচি। ফলে ভারত বনাম নিউজিল্যান্ডের সীমিত ওভারের সিরিজ বাতিল হয়ে গেল এ বছর। সামনের বছর ওই তিনটি ম্যাচ হবে বলে জানানো হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ১৫:২৭
Share:

কোহলী এবং উইলিয়ামসন। ফাইল ছবি

কোভিডের কারণে ঠাসা সূচি। ফলে ভারত বনাম নিউজিল্যান্ডের সীমিত ওভারের সিরিজ বাতিল হয়ে গেল এ বছর। সামনের বছর ওই তিনটি ম্যাচ হবে বলে জানানো হয়েছে। তবে এ বছরের নভেম্বরে ভারত সফরে আসার কথা রয়েছে নিউজিল্যান্ডের। তা নির্দিষ্ট সূচি মেনেই হবে।

Advertisement

ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের এই সিরিজ ২০২৩ বিশ্বকাপ সুপার লিগের অন্তর্গত। কিন্তু কোভিডের কারণে এমনিতেই দু’টি সূচির মাঝে সময় খুব কম। সে কথা ভেবেই বছর খানেকের জন্য এই সফর পিছিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় এক সংবাদপত্রে নিউজিল্যান্ড বোর্ডের মুখ্য কর্তা ডেভিড হোয়াইট বলেছেন, “দীর্ঘ দিন পরে দেশে ফিরছে ক্রিকেটাররা। বাড়িতে বিশ্রাম নেওয়ার সময় দিতে হবে ওদের।”

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারত সফরে আসছে নিউজিল্যান্ড। দু’টি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি খেলার পর তারা দেশে ফিরবে। দীর্ঘদিন পর এ বার নিউজিল্যান্ড ঘরের মাঠে বক্সিং ডে টেস্ট আয়োজন করতে পারছে না। কারণ, ভারত সফর থেকে ফিরে নিভৃতবাস কাটাতে না কাটাতে ক্রিসমাস চলে আসবে। ফলে কোনও ম্যাচ খেলার প্রস্তুতি নেওয়ার সময় থাকবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement