বিরাট কোহলীদের হারের স্মৃতিই মনে করিয়ে দিলেন পাক পেসার। —ফাইল চিত্র
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অভিযান শুরু ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। সেই ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ফেরাতে চাইছেন হাসান আলিরা। ২০১৭ সালের সেই লড়াইয়ে জিতেছিল পাকিস্তান। বিরাট কোহলীদের সেই হারের স্মৃতিই মনে করিয়ে দিলেন পাক পেসার।
সেই ম্যাচের পর ২০১৮ সালে এশিয়া কাপ এবং ২০১৯ সালে বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দেয় ভারত। এখনও অবধি কোনও বিশ্বকাপের ম্যাচেই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। হাসানের মতে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাড়তি চাপ সৃষ্টি করে। এ বার সেই চাপ নিতে প্রস্তুত তাঁরা। হাসান বলেন, “আমরা যে বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলাম, সেটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল। এ বারের টি২০ বিশ্বকাপে আমরা সেটা ফিরিয়ে আনার চেষ্টা করব। আমরা নিজেদের সেরাটা দেব। ভারতের বিরুদ্ধে খেলা সব সময়ই চাপের। দুই দেশের সমর্থকদেরই প্রচুর আশা থাকে এই ম্যাচ নিয়ে। যারা রোজ ক্রিকেট দেখে না, তারাও ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকে।”
ভারতীয় দলে পাঁচ জন স্পিনার রয়েছেন। হাসানের মতে বিশ্বকাপে পেসাররাও বড় ভূমিকা নেবে। তিনি বলেন, ‘‘আমরা জানি এই পরিস্থিতিতে কী ভাবে বল করতে হয়। বেশির ভাগ দল প্রচুর স্পিনার রাখছে, কিন্তু আমাদের পেসাররা জানে এই পরিস্থিতিতে কী করে বল করতে হয়।”
পাকিস্তান দলের কোচিংয়ের দায়িত্ব ছেড়ে দিয়েছেন মিসবা উল হক এবং ওয়াকার ইউনিস। হাসান বলেন, “বিশ্বকাপের আগে ওদের চলে যাওয়া বেশ হতাশার। তবে ক্রিকেটার হিসেবে আমাদের হাতে এটা নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড ব্যাপারটা দেখছে। আমাদের কাজ খেলা এবং পাকিস্তানকে ম্যাচ জেতানো।” ইউনিসের মতো বল করতে চান হাসান।