IPL 2021

আইপিএলে গাওস্করের সর্বকালের সেরা একাদশ: নেতা ধোনি, দলে বিরাট, রোহিত, বুমরা

চতুর্দশ আইপিএল শুরু হওয়ার আগেই নিজের সর্বকালের সেরা প্রথম একাদশ বেছে নিলেন সুনীল গাওস্কর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ১০:০৭
Share:

গাওস্করের দলে নেতা ধোনি। ফাইল ছবি

চতুর্দশ আইপিএল শুরু হওয়ার আগেই নিজের সর্বকালের সেরা প্রথম একাদশ বেছে নিলেন সুনীল গাওস্কর। স্বাভাবিক ভাবেই সেই দলে রয়েছে প্রথম সারির ক্রিকেটারদের ছড়াছড়ি, যাঁরা ইতিমধ্যেই আইপিএলের মঞ্চে নিজেদের প্রমাণ করেছেন।

Advertisement

গাওস্করের দলে নেতা হিসেবে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। টানা ১৪ বছর চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর অধীনে তিন বার ট্রফি জিতেছে দল। শুধু তাই নয়, গত মরসুম বাদে প্রতি বার প্লে-অফে উঠেছে সিএসকে। আইপিএলের অন্যতম সফল দল তারাই। তবে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ বার জেতানো সত্ত্বেও গাওস্করের বিবেচনায় আসেননি রোহিত। তেমনই, ভারতীয় দলকে সব ফরম্যাটে নেতৃত্ব দিলেও কোহলী অধিনায়ক হিসেবে বিবেচিত হতে পারেননি।

আইপিএলের অন্যান্য দলের মতোই এই দলে চার জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। বাকি সাতজনই ভারতীয়। ওপেনিং জুটিতে রোহিত শর্মার সঙ্গে রয়েছেন ক্রিস গেল। লিগের ইতিহাসের সর্বাধিক ব্যক্তিগত রানের নজির রয়েছে গেলের। রোহিতের দক্ষতা প্রশ্নাতীত। তিন নম্বরে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

Advertisement

আরসিবি-র হয়ে ওপেন করলেও গাওস্করের দলে বিরাট কোহলী নামবেন চারে। মাঝের দিকের ব্যাটিং শক্তিশালী করার জন্য পাঁচে এবং ছয়ে রয়েছেন যথাক্রমে সুরেশ রায়না এবং এবি ডিভিলিয়ার্স। নেতার পাশাপাশি দলের উইকেটকিপারও ধোনি। তিনি নামবেন সাতে। অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা রয়েছেন আটে। বোলারদের তালিকায় রয়েছেন কেকেআরের সুনীল নারাইন, মুম্বইয়ের যশপ্রীত বুমরা এবং হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার।

প্রথম একাদশ বাছার পর গাওস্কর বলেছেন, “যদি কারওকে বাদ দিই তার জন্যে দুঃখিত। জীবনে কোনওদিন নির্বাচক ছিলাম না। এখন বুঝতে পারছি একটা দল বেছে নেওয়া কতটা কঠিন কাজ।”

পুরো দল: ক্রিস গেল, রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলী, সুরেশ রায়না, এবি ডিভিলিয়ার্স, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, সুনীল নারাইন, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement