IPL 2021

সাদা বলের ক্রিকেটে আজও ভাল করতে পারি, প্রতিপক্ষ ব্যাটসম্যানদের সতর্ক করলেন উমেশ

দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে পেরে খুশি উমেশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ০১:১৯
Share:

ফাইল চিত্র।

টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের নিয়মিত সদস্য হলেও সীমিত ওভারের ক্রিকেটে গত দু বছরে একটাও ম্যাচ খেলার সুযোগ পাননি উমেশ যাদব। গত মরসুমে আইপিএলেও মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন তিনি। তবে নিজের বোলিং নিয়ে আজও আত্মবিশ্বাসী উমেশ। তিনি বলেন, ‘‘অনেকেই মনে করেন সাদা বলে আমি ভাল বল করতে পারি না। এটা একেবারে ভুল ধারণা। আমার মনে হয় আমি সীমিত ওভারের ক্রিকেটে ভাল বোলার।’’

Advertisement

দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে পেরে খুশি উমেশ। তিনি বলেন, ‘‘আমি প্রথম আইপিএল খেলেছিলাম দিল্লির হয়ে। এই দলে থাকা অক্ষর পটেল, ইশান্ত শর্মা, ঋষভ পন্থকে আমি অনেক দিন ধরেই চিনি। আমরা একসাথে অনেক ক্রিকেট খেলেছি। তাই নতুন দলে এসেও সমস্যা হচ্ছে না।’’

আইপিএলে ১২১ ম্যচে ১১৯ টি উইকেট পেয়েছেন উমেশ। তবে তাঁর ওভার পিছু রান দেওয়ার সংখ্যাটা ৮.৫১, যা চিন্তায় রাখবে তাঁকে। শনিবার আইপিএল অভিযান শুরু করছে দিল্লি ক্যাপিটালস। তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement