রোহিত নিজে ৩০ বলে ৪৪ রান করেন। —ফাইল চিত্র
দলের ব্যাটসম্যানদের ওপর খুশি হতে পারছেন না রোহিত শর্মা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারের দায় ব্যাটসম্যানদের ওপরেই দিচ্ছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। প্রথমে ব্যাট করে মাত্র ১৩৭ রান করে মুম্বই। ৬ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে নেয় দিল্লি।
ব্যাটসম্যানদের কার্যত তুলোধনা করে রোহিত বলেন, “আমরা যে ভাবে শুরু করেছিলাম তাতে আরও রান করা উচিত ছিল। পাওয়ার প্লে-তে যে গতিতে রান করেছিলাম সেটাকে এগিয়ে নিয়ে যেতে হত। আমরা ব্যর্থ হলাম সেটা করতে। দিল্লির বোলারদেরও কৃতিত্ব দিতে হবে। ওরা রানও দেয়নি আবার উইকেটও নিয়েছে।” অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্র ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন। আবেশ খান নেন দুটো উইকেট। রবিচন্দ্রন অশ্বিন যদিও উইকেট পাননি।
রোহিত নিজে ৩০ বলে ৪৪ রান করেন। সূর্যকুমার যাদব এবং ঈশান কিষাণ ভাল শুরু করলেও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। মুম্বইয়ের পরের ম্যাচ পঞ্জাব কিংসের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে নিজেদের সব ভুল ত্রুটি ঢেকে ফেলতে চাইবেন রোহিতরা।