Mohammed Shami

অস্ট্রেলিয়া সফরে যাওয়া হচ্ছে না মহম্মদ শামির, ফিট নন, জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড

অস্ট্রেলিয়া সফরে খেলা হচ্ছে না মহম্মদ শামির। সোমবার সরকারি বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়ে দিয়েছে, শামি এখনও আনফিট। টেস্টের ধকল নেওয়ার জন্য তৈরি নন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৮:০৩
Share:

মহম্মদ শামি। — ফাইল চিত্র।

অস্ট্রেলিয়া সফরে খেলা হচ্ছে না মহম্মদ শামির। সোমবার সরকারি বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়ে দিয়েছে, শামি এখনও আনফিট। টেস্টের ধকল নেওয়ার জন্য তৈরি নন। তাই মেলবোর্নে চতুর্থ টেস্ট বা সিডনিতে পঞ্চম টেস্টে খেলতে পারবেন না তিনি।

Advertisement

এ দিন বিসিসিআই একটি বিবৃতিতে লিখেছে, “রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার ম্যাচে শামি ৪৩ ওভার বল করেছে। তার পরে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ন’টা ম্যাচেই খেলেছে। সেখানে টেস্ট ম্যাচের জন্য তৈরি হতে অতিরিক্ত বোলিং সেশন করেছে। তবে বোলিং করার সময় বাড়তি চাপ নেওয়ার কারণে ওর বাঁ পা হালকা ফুলে গিয়েছে। দীর্ঘ দিন পর এত সময় ধরে বোলিং করার কারণে এই ফোলা ভাব প্রত্যাশিত।”

বোর্ডের সংযোজন, “শামিকে পর্যবেক্ষণ করার পর বোর্ডের চিকিৎসক দলের মনে হয়েছে, ওর হাঁটু সেরে উঠতে সময় লাগবে। বোলিংয়ের চাপ নিয়ন্ত্রণ করা দরকার। আনফিট থাকায় বর্ডার-গাওস্কর ট্রফির বাকি দুই টেস্টের জন্য ওর নাম বিবেচনা করা হয়নি।”

Advertisement

গত বছর বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে শেষ বার খেলেছিলেন শামি। গোড়ালির অস্ত্রোপচার হয় ফেব্রুয়ারিতে। তার পর নভেম্বরে বাংলার হয়ে প্রতিযোগিতামূলক খেলায় ফেরেন। কিন্তু একটানা খেলার পরে আবার চোট পেয়েছেন। তাঁকে বিজয় হজারের দলেও নেওয়া হয়নি।

অ্যাডিলেড টেস্টে হারের পর শামিকে নিয়ে রোহিত শর্মা বলেছিলেন, “শামি আমাদের গুরুত্বপূর্ণ সদস্য। ওর জন্য দরজা খোলা রয়েছে। কিন্তু বিষয়টা আমাদের হাতে নেই। আমাদের নজর রয়েছে শামির দিকে। মুস্তাক আলি ট্রফিতে খেলার সময় ওর হাঁটুতে ছোট একটা সমস্যা হয়েছে। তাতে টেস্টের প্রস্তুতি কিছুটা ব্যাহত হয়েছে। সম্পূর্ণ নিশ্চিত না হয়ে এখানে নিয়ে এসে খেলিয়ে ঝুঁকি নিতে চাই না আমরা। তাতে নতুন সমস্যা তৈরি হতে পারে।১০০ শতাংশ ফিট হয়েই ফেরা উচিত। তা ছাড়া, ও দীর্ঘ দিন খেলার মধ্যে নেই। দ্রুত দলে ফেরার জন্য আমরা ওকে চাপে ফেলতে চাই না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement