শনিবারই দুবাই উড়ে যাচ্ছেন বিরাট কোহলীরা। —ফাইল চিত্র
আইপিএল শুরু ১৯ সেপ্টেম্বর থেকে। ম্যাঞ্চেস্টার টেস্ট স্থগিত হয়ে যাওয়ায় শনিবারই দুবাই উড়ে যাচ্ছেন বিরাট কোহলীরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফে ভারত অধিনায়ক এবং মহম্মদ সিরাজের জন্য ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করা হয়েছে।
ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল কোহলীদের জন্য কোনও ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করবে না তারা। আইপিএল-এর দলগুলিকেই ব্যবস্থা করতে হবে ক্রিকেটারদের দুবাই নিয়ে যাওয়ার জন্য। মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস এবং পঞ্জাব কিংসের তরফে তাদের ক্রিকেটারদের সাধারণ বিমানে করে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। রোহিত শর্মারা সাধারণ বিমানে দুবাই যাবেন। সেই জন্য ছ’দিন নিভৃতবাসে থাকতে হবে তাঁদের।
আরসিবি-র তরফে এক কর্তা বলেন, “ক্রিকেটারদের সুরক্ষা সবার আগে। সেই জন্য বিরাট কোহলী এবং মহম্মদ সিরাজের জন্য ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করা হয়েছে দুবাই আসার জন্য।” রবিবার দুবাই পৌঁছবেন কোহলীরা। তবে তাঁদেরও ছ’দিন নিভৃতবাসে থাকতে হবে।
কোহলীদের প্রথম ম্যাচ ২০ সেপ্টেম্বর। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে ব্যাঙ্গালোর।