সাধারণ বিমানেই দুবাই যাবেন রোহিতরা। —ফাইল চিত্র
আইপিএল খেলার জন্য দুবাই যাচ্ছেন রোহিত শর্মারা। ম্যাঞ্চেস্টার টেস্ট স্থগিত হয়ে যাওয়ায় শনিবারই রওনা দিচ্ছেন তাঁরা। রোহিতদের জন্য কোনও ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। সাধারণ বিমানেই দুবাই যাবেন তাঁরা।
১৫ সেপ্টেম্বর দুবাইয়ের বিমান ধরার কথা ছিল রোহিতদের। সেই সময় ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করে রেখেছিল বিসিসিআই। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস এবং পঞ্জাব কিংসের ক্রিকেটাররা আগেই দুবাই রওনা দেওয়ায় ব্যক্তিগত বিমান পাবেন না রোহিতরা। আইপিএল-এর দলগুলিকেই নিজেদের মতো করে ক্রিকেটারদের দুবাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করে নিতে হবে।
রোহিত ছাড়াও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার জন্য দুবাই যাচ্ছেন যশপ্রীত বুমরা এবং সূর্যকুমার যাদব। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার জন্য যাচ্ছেন রবীন্দ্র জাডেজা, চেতেশ্বর পুজারা, শার্দূল ঠাকুর, মইন আলি এবং স্যাম কারেন। পঞ্জাব কিংসের অধিনায়ক লোকেশ রাহুল ছাড়াও ম্যাঞ্চেস্টারে রয়েছেন ময়াঙ্ক আগরওয়াল, মহম্মদ শামি এবং দাউইদ মালান।
আইপিএল-এর এক কর্তা বলেন, “টেস্ট বাতিল হয়ে যাওয়ায় বোর্ড কোনও বিমানের ব্যবস্থা করছে না। আইপিএল-এর প্রতিটা দল নিজেদের মতো ব্যবস্থা করে নিচ্ছে। সাধারণ বিমানে আসার কারণে ছয় দিন নিভৃতবাসে থাকতে হবে ক্রিকেটারদের।”
ভারতীয় দলে করোনার প্রকোপ শুরু হওয়ার আগে ঠিক ছিল দুই দেশের ক্রিকেটারদের জন্যই ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করবে বিসিসিআই। চেন্নাই দলে সিইও কাশি বিশ্বনাথন বলেন, “ব্যক্তিগত বিমান পাওয়া যাবে না। শনিবার সাধারণ বিমান করেই আসবেন ক্রিকেটাররা। দুবাই এসে ছয় দিন নিভৃতবাসে থাকবেন তাঁরা।”
সাপোর্ট স্টাফ যোগেশ পারমার করোনা আক্রান্ত হওয়ার পর থেকে ভারতীয় দলের ক্রিকেটাররা হোটেলে নিজেদের ঘরেই নিভৃতবাসে রয়েছেন। বৃহস্পতিবার তাঁদের করোনা পরীক্ষা করা হয়। সেই ফল নেগেটিভ আসে। এরপর আর করোনা পরীক্ষা করা হয়েছে কি না তা জানা যায়নি। সাধারণ বিমানে যাত্রা করলে করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়বে। কোনও ক্রিকেটার করোনা আক্রান্ত হলে ফের চিন্তা বাড়বে আইপিএল দলগুলির।