দিল্লিতে ১০ মে পর্যন্ত থাকার কথা ছিল উইলিয়ামসনদের। ছবি: এএফপি
নিউজিল্যান্ডের ৩ ক্রিকেটার পাড়ি দিলেন মলদ্বীপ। কেন উইলিয়ামসন, মিচেল স্যান্টনার এবং কাইল জেমিসনরা দিল্লি ছেড়ে চলে গেলেন। সেখান থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ড যাবেন তাঁরা। দিল্লিতে ১০ মে পর্যন্ত থাকার কথা ছিল উইলিয়ামসনদের। সেখানকার করোনা পরিস্থিতির জন্য মলদ্বীপ চলে গেলেন তাঁরা।
উইলিয়ামসনদের সঙ্গে রয়েছেন ফিজিয়ো টমি সিমসেক এবং ট্রেনার ক্রিস ডোনাল্ডসনও। ৩ ক্রিকেটারের সঙ্গে ইংল্যান্ড যাবেন তাঁরাও। সানরাইজার্স হায়দরাবাদ দলের তরফে বলা হয়, “উইলিয়ামসন এবং নিউজিল্যান্ডের বাকি ক্রিকেটাররা দিল্লিতে করোনার জন্য সুরক্ষিত অনুভব করছিলেন না। সেই জন্য মলদ্বীপ চলে গেলেন তাঁরা।”
শনিবার সকালে জানা যায় নিউজিল্যান্ডের উইকেটরক্ষক টিম সেইফার্ট করোনা আক্রান্ত। তিনি আমদাবাদে রয়েছেন। চেন্নাই নিয়ে যাওয়া হবে তাঁকে। সেখানেই চিকিৎসা করা হবে তাঁর। আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স দলে ছিলেন সেইফার্ট।