প্রসিদ্ধ কৃষ্ণ করোনা আক্রান্ত। ছবি: টুইটার থেকে
ভারত এবং কলকাতা নাইট রাইডার্স দলে খেলা পেসার প্রসিদ্ধ কৃষ্ণ করোনা আক্রান্ত। কলকাতা দলের চতুর্থ ক্রিকেটার যিনি করোনা সংক্রমিত হলেন। শনিবার সকালেই জানা গিয়েছিল করোনা আক্রান্ত হয়েছেন টিম সেইফার্ট। নিউজিল্যান্ডের উইকেটরক্ষককে চেন্নাইয়ে রাখা হবে বলে জানা গিয়েছে।
বরুণ চক্রবর্তী, সন্দীপ ওয়ারিয়রের পর সেইফার্ট আক্রান্ত হন। তার পরেই জানা যায় করোনা আক্রান্ত প্রসিদ্ধ। সংবাদ সংস্থা এএনআই সুত্রে জানা গিয়েছে, তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আইসিসি-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দলে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল প্রসিদ্ধকে।
এ বারের আইপিএল স্থগিত হওয়ার আগে নাইটদের হয়ে ৭টি ম্যাচ খেলেন প্রসিদ্ধ। ৮টি উইকেট নিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে একদিনের সিরিজে খেলেন তিনি। ৩টি ম্যাচ খেলে ৬টি উইকেট নিয়েছিলেন কর্ণাটকের ২৫ বছরের এই পেসার।