হার্দিক চিন্তা বাড়ালেন কোহলীর।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হার্দিক পাণ্ড্যকে নিয়ে বিরাট কোহলীর চিন্তা আরও বাড়ল। খোদ মুম্বই ইন্ডিয়ান্সের কোচ জানিয়ে দিলেন, হার্দিককে দিয়ে জোর করে বল করাতে গেলে হিতে বিপরীত হতে পারে।
আমিরশাহি-পর্বের প্রথম দুই ম্যাচে হার্দিক খেলেননি। পরের ম্যাচগুলিতে নামলেও সেখানে বল করতে দেখা যায়নি তাঁকে। ব্যাটসম্যান হিসেবেই খেলেছেন। এ দিকে, অলরাউন্ডার হওয়ার জন্যেই তাঁকে দলে নিয়েছেন নির্বাচকরা। এখন হার্দিককে নেওয়া নিয়ে নির্বাচকদের তুলোধনা করছেন ক্রিকেটপ্রেমীরা।
শনিবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হওয়ার আগে মুম্বই কোচ মাহেলা জয়বর্ধনে বলেছেন, “বহুদিন হল হার্দিক বল করেনি। তাই হার্দিকের জন্য যেটা সব থেকে ভাল সেটাই আমরা করছি। হার্দিককে নিয়ে ভারতীয় দলের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে আমাদের। ও আইপিএল-এ বল করতে পারবে কিনা সেটা নিয়ে প্রতিনিয়ত আমরা নজর রাখছি। এই মুহূর্তে ওকে চাপ দেওয়া উচিত হবে না।”
২০১৯-এ পিঠে অস্ত্রোপচার হয়েছিল হার্দিকের। তারপর থেকেই আর সে ভাবে বোলিং করতে দেখা যায় না তাঁকে। তবু টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেওয়া হয়েছে হার্দিককে। কিন্তু এই মুহূর্তে যা অবস্থা, তাতে বিশ্বকাপে হার্দিককে বল করতে আদৌ দেখা যাবে কিনা, সেটা নিয়েই প্রশ্ন রয়েছে। হার্দিককে নিয়ে নিঃসন্দেহে কোহলীর চাপ বাড়ল।