kolkata knight riders

IPL 2021: রানার পাশে কার্তিক, মন্থর ইনিংস নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রাক্তন নাইট অধিনায়ক

৩৩ বল খেলে মাত্র ২৫ রান করা নিতিশ রানাকে নিয়ে অনেক সমালোচনা হলেও কার্তিক মনে করেন রানা যে ভাবে খেলেছে তা প্রশংসনীয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২১ ০৯:৫৫
Share:

দীনেশ কার্তিক টুইটার

সপ্তম ভারতীয় ব্যাটার হিসেবে রবিবার আইপিএল-এ ৪০০০ রান করেন দীনেশ কার্তিক। পাশাপাশি একেবারে শেষ দিকে কঠিন উইকেটে ১২ বলে ১৮ রান করে অপরাজিত থেকে কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচ জেতান। সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল-এর দ্বিতীয় পর্বে দারুণ ভাবে ম্যাচ শেষ করার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন কলকাতার প্রাক্তন অধিনায়ক। ৩৩ বল খেলে মাত্র ২৫ রান করা নিতিশ রানাকে নিয়ে অনেক সমালোচনা হলেও কার্তিক মনে করেন রানা যে ভাবে খেলেছে তা প্রশংসনীয়।

Advertisement

নাইটদের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‘পরিস্থিতি অনুযায়ী খেলা খুব গুরুত্বপূর্ণ। রানাকে তাই কৃতিত্ব দিতেই হবে। উল্টো দিকে শুভমন গিল তখন দারুণ খেলছিল। ওকে সাহায্য করে যাওয়াই ছিল সঠিক কাজ। আর রানা সেটাই করেছে। সময় নিয়েছে আর বেশ কয়েকটা ভাল শট খেলেছে।’’

ভারতে আইপিএল-এর প্রথম পর্বের পর বাইশ গজে নেমে ক্রিকেট খেলা হয়নি কার্তিকের। দ্বিতীয় পর্বে আমিরশাহিতে এসে তবুও বেশ স্বচ্ছন্দে ব্যাট করছেন নাইট উইকেট রক্ষক। প্রথম পর্বের আইপিএল-এর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ভারত ইংল্যান্ড সিরিজের ধারাভাষ্য দেওয়ার জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন কার্তিক।

Advertisement

রবিবারের ম্যাচ জেতার পর মজার ছলে কার্তিক বলেন, ‘‘আমি ইংল্যান্ডে গিয়ে শুধু ধারাভাষ্য দিয়েছি, তাই নয়, পাশাপাশি অনেক অনুশীলনও করেছি।’’

তবে রবিবার দুবাইয়ের উইকেট যে একেবারেই সহজ হতো না, তা ম্যাচের প্রথমার্ধেই বুঝতে পেরে গিয়েছিলেন কার্তিক। তিনি বলেন, ‘‘পিচটা একেবারেই সহজ ছিল না। প্রথম ইনিংসের পরেই আমি বুঝতে পেরেছিলাম এই উইকেটে ব্যাট করা কঠিন। সব মিলিয়ে ম্যাচটা বেশ ভাল হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement