KKR

IPL 2021: হায়দরাবাদকে হারিয়ে দল ঘুরে দাঁড়ালেও খুশি নন কলকাতার অধিনায়ক অইন মর্গ্যান

শুভমন গিল অর্ধ শতরান করায় তাঁর প্রশংসা করেন নাইট অধিনায়ক। ভাল বল করে প্রশংসিত হন শাকিব আল হাসানও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২১ ০৯:২২
Share:

পিচ নিয়ে খুশি নন অইন মর্গ্যান ফাইল চিত্র

পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের পর প্লে-অফের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স। রবিবার সানরাইজার্স হায়দরাবাদকে ছয় উইকেটে হারানোর পর ফের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে কেকেআর-এর। হায়দরাবাদ প্রথমে ব্যাট করে মাত্র ১১৫ রান করলেও এই রান তাড়া করা একেবারে সহজ ছিল না বলে মনে করেন কেকেআর অধিনায়ক অইন মর্গ্যান

Advertisement

শুভমন গিল অর্ধ শতরান করায় তাঁর প্রশংসা করেন নাইট অধিনায়ক। ভাল বল করে প্রশংসিত হন শাকিব আল হাসানও। ম্যাচ শেষে মর্গ্যান বলেন, ‘‘শুভমন দারুণ ব্যাট করেছে। শাকিবও দুর্দান্ত। ম্যাচে দু’জনেরই প্রভাব খুব বেশি ছিল।’’

পিচ নিয়ে একেবারেই খুশি নন নাইট অধিনায়ক। তবে দল জয়ে ফেরায় খুশি তিনি। মর্গ্যান বলেন, ‘‘লক্ষ্য ছোট ছিল ঠিকই, তবে এই উইকেটে রান তাড়া করা একেবারেই সহজ ছিল না।’’

Advertisement

তবে উইকেট যেমনই হোক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। এমনটাই মনে করেন নাইট অধিনায়ক। তিনি বলেন, ‘‘পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়। গত দিনের তুলনায় ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, এই তিন বিভাগেই আমরা দারুণ উন্নতি করেছি। গত মরসুমে প্লে-অফে যেতে না পারলেও আমরা জানতাম এই দলটা যথেষ্ট ভাল। আমাদের লক্ষ্য ছিল ভাল ক্রিকেট খেলা। আমরা সেটাই করে গিয়েছি। পরিকল্পনা অনুযায়ী কাজ করছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement