অইন মর্গ্যান ফাইল চিত্র
রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে আইপিএল-এর দ্বিতীয় পর্ব। সোমবার বিরাট কোহলীর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট তালিকায় সাত নম্বরে থাকা অইন মর্গ্যানদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। আর সেই কারণেই তাঁরা ভয়ঙ্কর। এমনটাই দাবি করলেন কেকেআর অধিনায়ক।
মর্গ্যান বলেন, ‘‘এখান থেকে কোনও দিকে তাকানোর নেই। ঘুরে দাঁড়ানোর মন্ত্র আমাদেরই খুঁজে বের করতে হবে। আমাদের কিছু হারানোর নেই। আর সেই কারণেই আমরা আরও ভয়ঙ্কর।’’
জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেও কয়েকজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ায় মাঝপথে বন্ধ হয়ে যায় আইপিএল। আবার সেই প্রতিযোগিতা নতুন করে শুরু হওয়ায় খুশি মর্গ্যান। তিনি বলেন, ‘‘আমি খুব খুশি নতুন করে আইপিএল চালু হওয়ায়। প্রথমার্ধে আমরা ভাল খেলতে পারিনি। এই বিরতি সেই দিক থেকে আমাদের জন্য ভাল হতে পারে। আমরা নিজেদের গুছিয়ে নেওয়ার কিছুটা সময় পেয়ে যাব। আবু ধাবিতে ভাল কিছু করার জন্য দলের সকলে মুখিয়ে রয়েছে। আমরা উত্তেজিত।’’
আইপিএল-এর দ্বিতীয় পর্বে প্যাট কামিন্সকে না পেলেও তাঁর জায়গায় দলে আসা টিম সাউদিকে নিয়ে আশাবাদী মর্গ্যান। তিনি বলেন, ‘‘দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে সাউদি। ও বেশ অভিজ্ঞ।’’ গতবারও আমিরশাহিতেই আইপিএল হয়েছিল। তবে বল খুব বেশি ঘোরেনি। তার মধ্যেও ভাল বল করা বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইনের উপর ভরসা রাখছেন মর্গ্যান। তিনি বলেন, ‘‘গত বছর বল না ঘুরলেও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিল বরুণ। নারাইনও বছরের পর বছর নিজেকে প্রমাণ করেছে। ও আমাদের দলের সম্পদ।’’
সোমবার রয়্যাল চ্যাঞ্জার্সের পর তাদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। আপাতত এই দুই ম্যাচ নিয়েই ভাবতে চাইছেন নাইট অধিনায়ক। মর্গ্যান বলেন, ‘‘আপাতত ব্যাঙ্গালোর আর মুম্বই ম্যাচ নিয়েই ভাবছি। চাপের মুখে সাজঘরের পরিবেশ সবসময় সাহায্য করে। আমাদের সাজঘরের পরিবেশ খুব ভাল। আশা করব, দলের তরুণ ক্রিকেটাররা সঠিক সময়ে জ্বলে উঠবে।’’