IPL 2021

IPL 2021: সোমবারের ম্যাচে নামার আগে কেকেআর-কে হুঁশিয়ারি দিয়ে রাখলেন কোহলীর দলের এই ক্রিকেটার

সোমবার দ্বিতীয় পর্বের দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে আরসিবি। তার আগে অনুশীলনে রুদ্রমূর্তি দেখা গেল ম্যাক্সওয়েলের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫০
Share:

গ্লেন ম্যাক্সওয়েল। ফাইল ছবি

বছরের শুরুর দিকে আইপিএল-এর নিলামে বিরাট কোহলীর আরসিবি গ্লেন ম্যাক্সওয়েলকে বিশাল দামে দলে নেওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন। কারণ দেশের হয়ে যতটা ছন্দে থাকেন ম্যাক্সওয়েল, আইপিএল-এ তার প্রায় কিছুই দেখা যায় না। কিন্তু সমালোচকদের ভুল প্রমাণিত করে আইপিএল-এর প্রথম পর্বে ব্যাট হাতে সফল হয়েছিলেন ম্যাক্সওয়েল।

Advertisement

সোমবার দ্বিতীয় পর্বের দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে আরসিবি। তার আগে অনুশীলনে রুদ্রমূর্তি দেখা গেল ম্যাক্সওয়েলের। আইপিএল-এর প্রথম পর্বে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন। অনুশীলনে তাঁর ব্যাট থেকে বেরনো একের পর এক বল উড়ে যাচ্ছিল সীমানার বাইরে। রিভার্স স্কুপ এবং সুইপের মতো টি-টোয়েন্টি ক্রিকেটের অভিনব শটও খেলতে দেখা গেল তাঁকে।

আইপিএল-এর প্রথম পর্বে কেকেআর-কে হারিয়েছিল আরসিবি। সেই ম্যাচে অর্ধশতরান করেছিলেন ম্যাক্সওয়েল। দ্বিতীয় পর্বেও যেন একই পারফরম্যান্স উপহার দিতে মরিয়া তিনি। দলে ভাল ব্যাটসম্যান থাকায় এ বার তাঁর উপরে চাপ কম। অনেকেই মনে করছেন, ম্যাক্সওয়েলের সাফল্যের এটাই আসল কারণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement